রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১১ (Preli Primary) তৃতীয় ধাপ 9 December 2011 Marks 80

কোড : টগর কোড ; 0১

Question 01

পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?

Question 02

মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে?

Question 03

বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

Question 04

সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

Question 05

কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি আছে?

Question 06

কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?

Question 07

কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয়-

Question 08

‘অয়োময়’ নাটকটির রচয়িতা কে?

Question 09

‘পদ্মানদীর মাঝি’ কার লেখা?

Question 10

‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে’ -কোন কবির কবিতা থেকে নেওয়া?

Question 11

‘বৃষ্টি’ এর সন্ধি বিচ্ছেদ কী হবে?

Question 12

কোন বানানটি শুদ্ধ?

Question 13

‘বিশ্বকবি’ এর ব্যাসবাক্য কী হবে?

Question 14

নিচের কোন বানানটি অশুদ্ধ?

Question 15

‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব?

Question 16

‘তিনি চোখে দেখেন না’ বাক্যে ‘চোখ’ কোন কারক?

Question 17

‘আয়ু যেন পদ্ম পাতায় নীর।’ ‘পদ্ম পাতায়’ কোন কারক?

Question 18

‘যে বহু বিষয় জানে’ এক কথায়-

Question 19

‘কর দান করে যে’ এক কথায়-

Question 20

নিচের কোনটি ‘আকাশ’ শব্দের সমার্থক নয়?

Question 21

‘হাতের পাঁচ’ এর ঠিক অর্থ কোনটি?

Question 22

‘ঔদ্ধত্য’ এর বিপরীতার্থক শব্দ-

Question 23

টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

Question 24

৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

Question 25

পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত তিন পুত্রের বয়সের গড় \( ১ {১\over ২}\) বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?

Question 26

১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?

Question 27

কোনো ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-

Question 28

একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কী কোণ?

Question 29

\(\mathrm {p+{1\over p} = 5}\) হলে, \(\mathrm {p^3+{1\over p^3} }\) = কত?

Question 30

a + b = 12 এবং ab = 35 হলে, ‍\(\mathrm {a^2+ b^2}\) এর মান কত হবে?

Question 31

যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কোনো কাজ শেষ করে ১৪ দিনে, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলার একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?

Question 33

একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?

Question 33

১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ ∶ ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?

Question 34

ক ও খ এর বেতনের অনুপাত ৭ ∶ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?

Question 35

৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?

Question 36

৮৪, ৪০, ১৮-এর পরবর্তী সংখ্যাটি কত?

Question 37

৭, ১০, ১৬, ২৮, ৫২, … … ধারাটির পরবর্তী সংখ্যা কত?

Question 38

‘নায়াগ্রা জলপ্রপাত’ কোথায় অবস্থিত?

Question 39

পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশ-

Question 40

‘দারফুর’ কোথায় অবস্থিত?

Question 41

নিচের কোনটির অভাবে গলগণ্ড রোগ হয়?

Question 42

ইউরোপিয়ান ইউনিয়নের ‘সদর দপ্তর’ কোথায় অবস্থিত?

Question 43

পৃথিবীর ক্ষুদ্রতম দেশ-

Question 44

মুক্তিযুদ্ধকালীন ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?

Question 45

সূর্যের নিকটতম গ্রহের নাম কী?

Question 46

কোন আরব দেশ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে?

Question 47

বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী কোনটি?

Question 48

বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

Question 49

প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?

Question 50

ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন-

Question 51

‘Do not open the door.’ বাক্যের passive form হচ্ছে-

Question 52

‘Who is doing the work?’ বাক্যের passive form হচ্ছে-

Question 53

‘Passion’ শব্দটির adjective হচ্ছে-

Question 54

‘Rely’ শব্দটির Noun হচ্ছে-

Question 55

He asked me where I had gone the previous day. বাক্যের direct speech হচ্ছে-

Question 56

He said to me, “Which book do you want?” বাক্যের indirect speech হচ্ছে-

Question 57

‘He is absorbed – thought.’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-

Question 58

Karim as well as Nayeem – praise. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-

Question 59

‘Tooth and nails’ phrase টির অর্থ-

Question 60

‘Dead letter’ phrase টির অর্থ-

Question 61

‘Calm’ শব্দটির synonym হচ্ছে-

Question 62

নিচের কোন বানানটি শুদ্ধ?

Question 63

নিচের কোন বানানটি শুদ্ধ?

Question 64

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 65

নিচের কোন বাক্যটি শুদ্ধ?

Question 66

মানুষের ক্রোমোসোমের সংখ্যা কত?

Question 67

ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল?

Question 68

ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

Question 69

দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ-

Question 70

আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়?

Question 71

বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?

Question 72

বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?

Question 73

কোন সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়?

Question 74

কোনটি ক্ষুদ্রতম?

Question 75

কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে স্বীকৃতি দিয়েছে?

Question 76

‘ট্রাফালগার স্কয়ার’ কোন শহরে অবস্থিত?

Question 77

কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন?

Question 78

সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-

Question 79

ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?

Question 80

কোনটি জৈব সার নয়?