প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা – ২০১০ (Preli Primary) General 8 January 2010 Marks 80
Question 01
‘নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে।’ কবিতাংশটি কোন কবির লেখা?
Question 02
‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ কবিতাংশটুকু কার লেখা?
Question 03
\(\mathrm {x^2-10xy-11y^2}\)-এর উৎপাদক
Question 04
\(\mathrm{x-\frac1x=\sqrt5}\) হলে, \(\mathrm{ x^3-\frac1{x^3}}\) = কত?
Question 05
Without health there is no happiness -এখানে Happiness শব্দটি কোন প্রকারের Noun?
Question 06
‘Beggar’ শব্দটির Abstract form হবে-
Question 07
‘www’-এর পুরো রূপ হচ্ছে-
Question 08
মেমোরি ভাগ করা হয়েছে-
Question 09
‘শেষের কবিতা’ উপন্যাসটির রচয়িতা কে?
Question 10
জসীমদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Question 11
3(4x-6)=(3x+9) কে সমাধান করলে x-এর মান হবে-
Question 12
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে-
Question 13
He was only a yard off me. –এখানে ‘off’ শব্দটি-
Question 14
I will watch while you sleep. এখানে ‘while’ শব্দটি-
Question 15
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
Question 16
ভাইরাস একটি-
Question 17
‘নুরুলদীনের সারা জীবন’ নাটকটির রচয়িতা কে?
Question 18
‘ঝিলিমিলি’ নাটকটি কে লিখেছেন?
Question 19
ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কি.মি./ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কি.মি./ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গাড়িটির গড় বেগ ৫৫ কি.মি./ঘণ্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?
Question 20
৫টি গরুর মূল্য ২০টি ভেড়ার মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে ৩টি ভেড়ার মূল্য কত?
Question 21
কোন বানানটি শুদ্ধ?
Question 22
কোনটি শুদ্ধ বানান?
Question 23
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-
Question 24
মাকড়সার পা আছে-
Question 25
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-
Question 26
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল-
Question 27
‘আষাঢ়ে বৃষ্টি নামে’ নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Question 28
‘শুক্রবার স্কুল বন্ধ’ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি?
Question 29
কোনটি শুদ্ধ বানান?
Question 30
কোন বানানটি শুদ্ধ?
Question 31
কোনটি কর্মধারায় সমাসের উদাহরণ?
Question 32
কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
Question 33
একজন ব্যবসায়ীর কাছে ২২টি বলপেন আছে। তিনি কয়েকটি বলপেন প্রতিটি ৩৫ টাকা লাভে এবং অবশিষ্ট বলপেন প্রতিটি ১০ টাকা ক্ষতিতে বিক্রি করেন। তাঁর মোট ৬৩৫ টাকা লাভ হলে তিনি কয়টি বলপেন ক্ষতিতে বিক্রি করেন?
Question 34
জনাব সালাম 55 টাকায় 20টি আম কিনলেন। 10% আম পঁচে যাওয়ায় তিনি অবশিষ্ট আম ডজনপ্রতি 60 টাকা দরে বিক্রি করলেন। এতে তাঁর কত লাভ হলো।
Question 35
‘I shall do the work’–বাক্যটির সঠিক পরিবর্তিত Voice হবে-
Question 36
জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয়-
Question 37
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত ব্যবহৃত হয়-
Question 38
‘পাথর’ শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
Question 39
‘ঢেউ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Question 40
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫,…….. ধারাটির দশম পদ হবে-
Question 41
১, ৩, ৫, ৭ …… ধারাটির অষ্টম পদ হবে?
Question 42
Rony said, “The train reached at nine.” বাক্যটির indirect speech হবে-
Question 43
Nafis said to Romel, “Go away”- বাক্যটির Indirect speech হবে-
Question 44
ভূ-গোলকে কতটি অংক্ষাংশ রেখা আছে?
Question 45
সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
Question 46
‘অলীক’ এর বিপরীতার্থক শব্দ কী?
Question 47
‘বিশ্রী’ এর বিপরীতার্থক শব্দ কী?
Question 48
পৃথিবীর জমজ নামে পরিচিত কোন গ্রহ?
Question 49
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
Question 50
\(\mathrm{0.2 × 0.3 × 0.5\over 0.1 × 0.2 × 0.02}\) -এর মান কত?
Question 51
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Question 52
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Question 53
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
Question 54
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?
Question 55
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
Question 56
দুটি গোলকের আয়তনের অনুপাত 8 : 27 । তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
Question 57
He is bent ––––– going to the meeting বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 58
An honest man has no distrust –––––– anyone বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 59
The man is involved –––– the affair বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
Question 60
বধ্যভূমি স্মৃতিসৌধ, রায়ের বাজার- এর নকশাবিদ কে ছিলেন?
Question 61
ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
Question 62
‘চিরুনি’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় হচ্ছে-
Question 63
‘জমানো’ শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে-
Question 64
ক \(\mathrm{1\frac12}\) ঘণ্টায় 5 কিলোমিটার হাঁটে এবং খ 5 মিনিটে 250 মিটার হাঁটে। ক ও খ-এর গতিবেগের অনুপাত কত?
Question 65
কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাস করেছে। কিন্তু 10% উভয়বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
Question 66
‘Coalesce’ –এর সমার্থক শব্দ কোনটি?
Question 67
‘Candor’ –এর সমার্থক শব্দ কোনটি?
Question 68
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর পদবি কী ছিল?
Question 69
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
Question 70
কোনটি শুদ্ধ বানান?
Question 71
কোন বানানটি শুদ্ধ?
Question 72
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০০ হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে-
Question 73
‘To break the ice’-phrase- টির অর্থ কী?
Question 74
‘The pros and cons’ –phrase- টির অর্থ কী?
Question 75
প্রতিফলিত শব্দকে বলা হয়-
Question 76
সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে-
Question 77
কোন বানানটি শুদ্ধ?
Question 78
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Question 79
‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?
Question 80
সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান?