11th BCS (Preli) General 17 October 1991 Marks 100
Question 01
‘বৈরাগ্য সাধনে– সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করুন।
Question 02
সমাস ভাষাকে-
Question 03
‘সূর্য’-এর প্রতিশব্দ-
Question 04
‘অর্ধচন্দ্র’-এর অর্থ-
Question 05
কোনটি শুদ্ধ?
Question 06
বেগম রোকেয়ার রচনা কোনটি?
Question 07
বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে?
Question 08
কোনটি শুদ্ধ বাক্য?
Question 09
‘শিষ্টাচার’-এর সমার্থক শব্দ কোনটি?
Question 10
‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Question 11
‘ক্ষমার যোগ্য’-এর বাক্য সংকোচন-
Question 12
_____ সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস।’ শূন্যস্থান পূরণ করুন।
Question 13
‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা-
Question 14
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্হটির রচয়িতা-
Question 15
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
Question 16
‘চাচা কাহিনীর’ লেখক –
Question 17
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে–
Question 18
‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
Question 19
What is the synonym of ‘Incite’?
Question 20
What is the antonym of ‘Honorary’?
Question 21
What is the verb of the word ‘Ability’?
Question 22
Who is the poet of the ‘Victorian Age’?
Question 23
Who is the author of ‘For Whom the Bell Tolls’?
Question 24
Fill in blank ‘ He has assured me ____ safety’
Question 25
‘May Allah help you’ What kind of sentence is this?
Question 26
A rolling stone gathers no moss. What ‘rolling’ is?
Question 27
‘He has been ill ____ Friday last’ Fill in the blank.
Question 28
Which is the noun of the word ‘beautiful’?
Question 29
‘Hold water’ means-
Question 30
‘Out and Out’ means–
Question 31
Choose the correct sentence–
Question 32
Choose the correct sentence–
Question 33
‘Syntax’ means–
Question 34
‘Justice delayed is justice denied’ was stated by-
Question 35
বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
Question 36
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
Question 37
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
Question 38
ইউরিয়া সারের কাঁচামাল-
Question 39
বাসস একটি–
Question 40
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়-
Question 41
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
Question 42
চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য–
Question 43
হরিপুরে তেল আবিষ্কৃত হয়–
Question 44
মিশুকের স্থপতি কে?
Question 45
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
Question 46
বাংলাদেশের মোট আবাদয্যেগ্য জমির পরিমাণ প্রায় কত?
Question 47
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
Question 48
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
Question 49
ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো–
Question 50
বিকেএসপি হলো–
Question 51
মা ও মনি হলো–
Question 52
প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’- এর বর্তমান নাম–
Question 53
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর দপ্তর–
Question 54
জাপানের পার্লামেন্টের নাম–
Question 55
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Question 56
সাউথ কমিশনের চেয়ারম্যান–
Question 57
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়–
Question 58
জাতিসংঘ দিবস পালিত হয়–
Question 59
নামিবিয়ার রাজধানী–
Question 60
ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে–
Question 61
ওডারনীস নদী–
Question 62
‘হারারে’ এর পুরাতন নাম–
Question 63
পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
Question 64
এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
Question 65
মালদ্বীপের মুদ্রার নাম কি?
Question 66
১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
Question 67
আফটা \({\mathrm{(AFTA)}}\) বলতে কি বোঝায়–
Question 68
আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা–
Question 69
চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?
Question 70
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
Question 71
ক ঘন্টায় ১০ কি.মি. এবং খ ঘন্টায় ১৫ কি.মি. বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌঁছল। রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি.?
Question 72
১৯, ৩৩, ৫১, ৭৩, –––। পরবর্তী সংখ্যাটি কত?
Question 73
একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন কট আউট হলো?
Question 74
একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ড ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
Question 75
একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি \({\mathrm{r}}\) থেকে বৃদ্ধি করে \({\mathrm{r + n}}\) করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। \({\mathrm{r}}\)-এর মান কত?
Question 76
\({\mathrm{a-{a-(a+1) = }}}\) কত?
Question 77
একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ : ২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় পানির পরিমাণ-
Question 78

Question 79
ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
Question 80
১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষের ৫টির গড় ৩৮। পঞ্চাম সংখ্যাটি কত?
Question 81
পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু \({২০}\) ফুট। \({\mathrm{BC=৬, CF = 5}}\) ফুট, \({\mathrm{DE =}}\) কত?
Question 82
যদি \({\mathrm{a^3-b3=513}}\) এবং \({\mathrm{a - b = 3}}\) হয় তবে \({\mathrm{ab}}\) -এর মান কত?
Question 83
\({\mathrm{(x+3)(x-3)}}\) কে \({\mathrm{x^2-6}}\) দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?
Question 84
২টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
Question 85
এক মিটার সমান কত ইঞ্চি?
Question 86
ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে–
Question 87
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে–
Question 88
সর্বপ্রথমে যে উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমান রয়েছে তা হলো–
Question 89
ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন। কারণ এতে–
Question 90
লোহার সঙ্গে সুনিয়ন্ত্রিত মাত্রার কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি হয়। এত ০.১৫%-১.৫% কার্বন থাকে। ফলে এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়।
Question 91
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়–
Question 92
সমুদ্র স্রোতের অন্যতম কারণ–
Question 93
কাজ করার সামর্থ্যকে বলে–
Question 94
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো–
Question 95
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো–
Question 96
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয়–
Question 97
মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে–
Question 98
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Question 99
সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে–
Question 100
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ–