12th BCS (Preli) General 2 June 1991 Marks 100
Question 01
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?
Question 02
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
Question 03
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
Question 04
কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
Question 05
কোন বানানটি শুদ্ধ?
Question 06
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-
Question 07
‘মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা’ রচিয়তা-
Question 08
মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
Question 09
রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
Question 10
নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
Question 11
রূপসী বাংলার কবি-
Question 12
বটতলার পুঁথি বলতে বুঝায়-
Question 13
এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’-
Question 14
কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
Question 15
কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যেয় যুক্ত হয়েছে?
Question 16
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
Question 17
বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
Question 18
মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
Question 19
বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
Question 20
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
Question 21
What is the verb of the word ‘Shortly’?
Question 22
Choose the correct sentence-
Question 23
Choose the correct sentence-
Question 24
Who, Which, What are –
Question 25
Choose the correct one–
Question 26
Fill in the blank ‘What is the time ____ your watch’?
Question 27
Fill in the blanks ‘Give my ____ to him’.
Question 28
‘Caesar and Cleopatra’ is-
Question 29
Who is the greatest modern English dramatist?
Question 30
Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
Question 31
Who is the author of ‘A Farewell to Arms’?
Question 32
Who is the most famous satirist in English literature?
Question 33
What is the synonym of- ‘Delude’?
Question 34
What is the noun of the word ‘Waste’?
Question 35
What is the antonym of ‘Queer’?
Question 36
What is the adjective of the word ‘Heart’?
Question 37
ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রেনটির নাম-
Question 38
বাংলাদেশের বৃহত্তম হাওর-
Question 39
কিওক্রাডং-এর উচ্চতা প্রায়-
Question 40
বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়-
Question 41
ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
Question 42
একটি কাঁচা পাটের গাইটের ওজন-
Question 43
গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
Question 44
ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-
Question 45
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-
Question 46
‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
Question 47
ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন–
Question 48
কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
Question 49
বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-
Question 50
বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
Question 51
“এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি” এর রচয়িতা-
Question 52
মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল-
Question 53
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
Question 54
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত–
Question 55
জাপান পার্ল হারবার আক্রমণ করে-
Question 56
সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
Question 57
১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম–
Question 58
জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে–
Question 59
শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম–
Question 60
‘৫০০ দিনের প্ল্যান’ বলতে বোঝায় যে এ সময়ে মধ্যে-
Question 61
জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
Question 62
হাজার হ্রদের দেশ কোনটি?
Question 63
পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
Question 64
বাস্তিল দুর্গের পতন ঘটেছিল–
Question 65
কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম–
Question 66
‘ট্রাফালগার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত?
Question 67
মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল-
Question 68
শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ-
Question 69
\({\mathrm{ABD}}\) বৃত্তে \({\mathrm{AB}}\) এবং \({\mathrm{CD}}\) দুটি সমান জ্যা পরস্পর \({\mathrm{P}}\) বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
Question 70
\({\mathrm{P}}\)-এর মান কত হলে \({\mathrm{4x^2-Px+9}}\) একটি পূর্ণ বর্গ হবে?
Question 71
নিচের কোন সংখ্যাটি \({\sqrt2}\) এবং \({\sqrt3}\) এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
Question 72
\({\mathrm{x^2-8x-8y+16+y^2}}\) এর সঙ্গে কত যোগ করলে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
Question 73
\({\mathrm{2x^2-x-15}}\) এর উৎপাদক হবে-
Question 74
চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয়-
Question 75
\({\mathrm{a^4+4}}\) এর উৎপাদক কি কি?
Question 76
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Question 77
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালে যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
Question 78
বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুল উত্তর দিল। বাকি যা প্রশ্ন রইল তার \({\mathrm{১\over৩}}\) অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্রটি শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?
Question 79
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
Question 80
৮, ১১, ১৭, ২৯, ৫৩ –––। পরবর্তী সংখ্যাটি কত?
Question 81
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
Question 82
একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?
Question 83
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
Question 84
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ \({\mathrm{১৩৫}^{০}}\) হলে এর বাহুর সংখ্যা কত?
Question 85
অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
Question 86
কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ-
Question 87
আকাশে বিজলী চমকায়-
Question 88
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে–
Question 89
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-
Question 90
রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-
Question 91
গ্রিন-হাউজ ইফেক্ট বলতে বুঝায়-
Question 92
রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-
Question 93
পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ-
Question 94
সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-
Question 95
ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
Question 96
ফিউশন প্রক্রিয়ায়-
Question 97
প্রবল জোয়ারের কারণ, এ সময়-
Question 98
নিচের কোন উক্তিটি সঠিক?
Question 99
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-
Question 100
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-