15th BCS (Preli) General 30 September 1993 Marks 100
Question 01
‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ - চরণ দুটি কার লেখা?
Question 02
আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
Question 03
‘ক্রুজিরো’ কোন দেশের মুদ্রার নাম?
Question 04
The World Economic Forum কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking –এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
Question 05
পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
Question 06
বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
Question 07
গঙ্গা-ব্রহ্মপুত্র –মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
Question 08
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
Question 09
The speaker failed to make the audience__ to him patiently. - Which of the following is the correct verb form in the blank above?
Question 10
Which of the following ages in literary history is the latest?
Question 11
Wisdom শব্দের বাংলা অর্থ-
Question 12
The first English dictionary was completed by-
Question 13
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Question 14
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
Question 15
ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
Question 16
আকাশ নীল দেখায় কেন?
Question 17
১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
Question 18
যে ভূমিতে ফসল জন্মায় না-
Question 19
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Question 20
‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
Question 21
My uncle has three sons, ___ work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence?
Question 22
People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence?
Question 23
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
Question 24
বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম–
Question 25
‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন–
Question 26
পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র \({\mathrm{P,Q,R}}\) এবং \({\mathrm{PQ=a,QR=b,RP=c}}\) হলে \(\mathrm{P}\) কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
Question 27
\({\mathrm{x+y-1=0,x-y+1=0}}\) এবং \({\mathrm {y+3=0}}\) সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
Question 28
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
Question 29
\({\mathrm{a=1,b=-1,c=2,d=-2}}\) হলে, \({\mathrm {a-(-b)-(-c)-(-d)}}\) এর মান কত?
Question 30
ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
Question 31
‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Question 32
‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
Question 33
What is the meaning of the word ‘intrepid’?
Question 34
What is the meaning of the expression ‘bottom line’?
Question 35
The word ‘plurality’ means-
Question 36
‘Paediatric’ relates to the treatment of-
Question 37
‘Boot leg’ means to-
Question 38
বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত?
Question 39
বাংলাদেশের GDP –তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
Question 40
বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
Question 41
বিশ্বব্যাংক-এর কোন অঙ্গ সংগঠনটি ‘Soft loan Window’ নামে পরিচিত?
Question 42
আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa – তে কোন দেশটি অবস্থিত?
Question 43
১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Question 44
১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men’s singles –এ কে চ্যাম্পিয়ন হন?
Question 45
কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Question 46
তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
Question 47
কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
Question 48
১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন-
Question 49
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
Question 50
Are you doing anything special ___ the weekend? -Fill in the gap with appropriate preposition.
Question 51
বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
Question 52
বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
Question 53
নিচের কোন তারিখে পিএলও- ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
Question 54
রিওডি জেনিরিওতে অনষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ –এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
Question 55
‘Club of Vienna’ কি?
Question 56
জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
Question 57
১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?
Question 58
‘স্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কি ?
Question 59
কোনটি রক্তের কাজ নয়?
Question 60
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
Question 61
Whcih of the following is a correct sentence?
Question 62
The ‘Poet Laureate’ is -
Question 63
Which of the following school of literary writings is connected with a medical theory?
Question 64
Who of the following was both a poet and painter?
Question 65
ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-
Question 66
সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
Question 67
‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
Question 68
‘প্রভাত চিন্তা’ ‘নিভৃত চিন্তা,’ ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Question 69
‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?
Question 70
বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
Question 71
‘গ্রিনহাউজ ইফেক্টের’ পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?
Question 72
নিত্য ব্যবহার্য বহু ‘এরোসোলের’ কৌটায় এখন লেখা থাকে ‘সিএফসি’ বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
Question 73
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
Question 74
কোন সংখ্যার \(\mathrm{২ \over ৭}\) অংশ ৬৪- এর সমান?
Question 75
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে। মই-এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (মিটারে)-
Question 76
\({\mathrm{{(2+x)}+{3=3}{(x+2)}}}\) হলে \({\mathrm{x}}\) এর মান কত?
Question 77
কোন সংখ্যাটি বৃহত্তম?
Question 78
শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
Question 79
‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি –বিচ্ছেদ কোনটি?
Question 80
‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
Question 81
আলট্রাসনোগ্রাফি কি?
Question 82
বাংলাদেশে তড়িৎ-এর কম্পাঙ্ক (frequency) প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল –এর তাৎপর্য কি?
Question 83
নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
Question 84
নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
Question 85
বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
Question 86
‘League of Arab States’-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Question 87
বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
Question 88
The United Nations University কোন শহরে অবস্থিত?
Question 89
বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত?
Question 90
বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত?
Question 91
‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।
Question 92
কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
Question 93
What is the synonym of ‘incredible’?
Question 94
What is the antonym of ‘famous’?
Question 95
‘Plebiscite’ is a term related to ____?
Question 96
Who wrote ‘beauty is truth, truth is beauty’?
Question 97
Many islands make up ____.
Question 98
বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
Question 99
সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?
Question 100
২০০০ সাল নাগাল বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে-