24th BCS (Preli) General 8 August 2003 Marks 100
Question 01
‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
Question 02
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
Question 03
কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
Question 04
জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
Question 05
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
Question 06
জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি?
Question 07
‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ?
Question 08
তুমি না বলেছিলে আগামীকাল আসবে? -এখানে ‘না’-এর ব্যবহার কি অর্থে?
Question 09
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Question 10
‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
Question 11
কোনটা ঠিক?
Question 12
‘কার মাথায় হাত বুলিয়েছ’ এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
Question 13
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Question 14
কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
Question 15
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
Question 16
‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’, বলেছেন-
Question 17
‘অক্ষির সমীপে’ -এর সংক্ষেপণ হলো-
Question 18
উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য–
Question 19
‘তুমি এতক্ষণ কী করেছ’?-এই বাক্যে ‘কী’ কোন পদের?
Question 20
‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস।’ - এই বাক্য ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Question 21
Choose the correct alternative and mark its letter on your answer sheet: There are ____ dangerous drivers.
Question 22
I have read the book ___ you lent me.
Question 23
Water boils ____ you heat it to 100° centigrade.
Question 24
Tell me ___ that.
Question 25
I opened the door as soon as I ___ the bell.
Question 26
I am looking for someone who ____ play the piano.
Question 27
Don't make a noise while your father ____.
Question 28
As the sun ____, I decided to go out.
Question 29
He gave up ____ football when he got married.
Question 30
I have ____ interest in the matter.
Question 31
____ is not the only thing that tourists want to see.
Question 32
Just now he ____ his dinner but he says he will see you when he's finished.
Question 33
The children were entrusted ____ the care of their uncle.
Question 34
He parted ____ his friends in tears.
Question 35
'I'll have a cup of tea,' my father said, 'Because I'm not hungry.' Which of the following sentence is the correct indirect speech?
Question 36
The expression 'Lingua franca' means ____.
Question 37
Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
Question 38
'Razzmatazz' means -
Question 39
The antonym for 'Recalcitrant' ____.
Question 40
The synonym for 'Obdurate' ____
Question 41
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়?
Question 42
জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
Question 43
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
Question 44
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
Question 45
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
Question 46
‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’- সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
Question 47
মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে?
Question 48
সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
Question 49
স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
Question 50
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
Question 51
২০০৩-০৪ সনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়-
Question 52
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-
Question 53
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায়-
Question 54
মার্কিন ডলারে ২০০১-২০০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়-
Question 55
সম্প্রতি ‘সাফ’ ফুটবলে এই দেশের সাথে খেলে বাংলাদেশ শিরোপা পায়-
Question 56
বাংলাদেশে সম্প্রতি এই জেলায় চা বাগান করা হয় -
Question 57
বাংলাদেশের এই জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়-
Question 58
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন জাতীয় সংসদে পাস হয় কোন সালের কত তারিখে?
Question 59
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি?
Question 60
হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
Question 61
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী ‘প্যারিস প্যাক্ট’ স্বাক্ষরিত হয়-
Question 62
যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-
Question 63
স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
Question 64
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
Question 65
ইসিএ (ECA)-এর সদর দপ্তর কোথায়?
Question 66
‘ডেটন শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়-
Question 67
কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
Question 68
MIGA কখন গঠিত হয়?
Question 69
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত-
Question 70
‘হ্যারিপটার’ কি?
Question 71
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
Question 72
ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক
Question 73
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
Question 74
নিকারাগুয়ার ‘কন্ট্রা’ বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
Question 75
ইসরাইল-প্যালেস্টাইন ‘রোডম্যাপ’ কর্মসূচির উদ্দেশ্য কি?
Question 76
নিচের কোন দেশটি G-8 ভুক্ত দেশ নয়?
Question 77
‘ব্রেটন উডস ইনস্টিটিউট’ নিচের কোন সংস্থাকে বোঝায়?
Question 78
প্রথম ক্লোন শিশু ‘ইভ’-এর জন্ম তারিখ কত?
Question 79
A Long Walk to Freedom বইটির লেখক কে?
Question 80
‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
Question 81
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের-
Question 82
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
Question 83
আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়-
Question 84
পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
Question 85
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
Question 86
মূল নেই কোন উদ্ভিদে?
Question 87
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Question 88
‘ল্যাপটপ’ কি?
Question 89
অ্যাসবেসটস কি?
Question 90
পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
Question 91
\(\mathrm{১^২ + ৩^২ + ৫^২ + ...... + ৩১^২}\) সমান কত?
Question 92
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১৫% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ৫% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
Question 93
চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
Question 94
কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত?
Question 95
এক ব্যক্তি তার মোট সম্পত্তির \(\mathrm{৩\over ৭}\) অংশ ব্যয় করার পরে অবশিষ্টের \(\mathrm{৫\over ১২}\) অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
Question 96
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Question 97
৯, ৩৬, ৮১, ১৪৪, ... এর পরবর্তী সংখ্যা কত?
Question 98
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে তার পরিসীমা কত?
Question 99
\(\mathrm {x+y=7}\) এবং \(\mathrm{xy=10}\) হলে, \(\mathrm{(x-y})^2\)-এর মান কত?
Question 100
\(2\mathrm {x^2+x-}15\)-এর উৎপাদন কোনটি?