26th BCS (Preli) General 31 December 2000 Marks 200
Question 01
Ballad কি?
Question 02
‘শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি কার?
Question 03
ডা. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
Question 04
‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
Question 05
‘রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর’ কার রচনা?
Question 06
‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
Question 07
‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
Question 08
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
Question 09
‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’-এখানে ‘হারায়’ কোন ধাতু?
Question 10
‘মহুয়া’ পালাটির রচয়িতা-
Question 11
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
Question 12
কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
Question 13
‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় সম্পাদক ছিলেন-
Question 14
কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
Question 15
কোন গ্রন্থটি মহাকাব্য?
Question 16
‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
Question 17
‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
Question 18
‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
Question 19
‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
Question 20
কোন নাটকটি সেলিম আল দীনের?
Question 21
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
Question 22
বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
Question 23
‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
Question 24
কোন শব্দটি ফারসি?
Question 25
উপসর্গ কোনটি?
Question 26
দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
Question 27
‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
Question 28
‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’-রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Question 29
‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
Question 30
‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Question 31
কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
Question 32
‘পাখি সব করে রব রাতি পোহাইল’-পংক্তিটির রচয়িতা কে?
Question 33
‘বনফুল’ কার ছদ্মনাম?
Question 34
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Question 35
‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম।’-এটি কোন জাতীয় বাক্য?
Question 36
‘লাঠালাঠি’- এটি কোন সমাস?
Question 37
‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে?
Question 38
প্র, পরা, অপ-
Question 39
টা, টি, খানা ইত্যাদি-
Question 40
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
Question 41
Choose the correct sentence.
Question 42
Choose the correct sentence.
Question 43
Choose the correct preposition. My brother has no interest ____ music.
Question 44
Fill in the blank with right option. I am looking forward _____ you.
Question 45
Choose the correct form (passive) of- ‘Who will do the work?’
Question 46
Choose the correct sentence.
Question 47
Fill in the blank with correct preposition. He is devoid _____ Commonsense.
Question 48
Select the right word. He ran fast lest he ____ miss the train.
Question 49
The Arabian Nights _____ still a great favourite.
Question 50
Choose the correct preposition. The police is looking ____ the case.
Question 51
Choose the correct spelling .
Question 52
Select the correct sentence.
Question 53
Complete the sentence with the correct verb from: ‘Neela ____ her hand when she was cooking dinner.
Question 54
Choose the correct preposition. The tree has been blown –––– by the storm.
Question 55
Identify the correct passive form of ‘He is going to open a shop.’
Question 56
Identify the correct synonym for the word ‘Magnanimous.’
Question 57
Fill in the blank with the correct phrase: ____ your shoes before entering the mosque.
Question 58
Fill in the blank with the correct phrase: He ____ arrested if he had tried to leave the country.
Question 59
Choose the right word to fill the blank: Two of the children have to sleep in one bed, but the other three have ____ ones.
Question 60
Choose the right word to fill the blank: The Democratic party’s candidate ____ defeat in the small hours of the morning.
Question 61
The proper function of the press is surely to ____ the man in the street with facts.
Question 62
Choose the right word to fill the blank: Since his retirement, Mr. Chowdhury, who was ____ a teacher,-has written four novels.
Question 63
Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work ____ Thursday.
Question 64
Choose the right word to fill the blank: It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Question 65
‘Paediatric’ relates to the treatment of:
Question 66
The word ‘ecological’ is related to ___:
Question 67
The correct spelling is ____:
Question 68
A ‘pilgrim’ is a person who undertakes a journey to a ____.
Question 69
A person who writes about his own life writes ___.
Question 70
What is the meaning of ‘White Elephant’?
Question 71
If we want concrete proof, we are looking for–.
Question 72
The lights have been blown-by the strong wind.
Question 73
As the sun ____, I decided to go out.
Question 74
Maiden speech means-
Question 75
‘Out and out’ mean-
Question 76
He divided the money ____ the two children.
Question 77
No one can ____ that he is clever.
Question 78
Do not make a noise while your father ____?
Question 79
He gave up ____ football when he got married.
Question 80
He has been ill ____ Friday last.
Question 81
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
Question 82
শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
Question 83
‘সাবাশ বাংলাদেশ’ভাস্কর্যটির শিল্পী কে?
Question 84
‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?
Question 85
স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?
Question 86
বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Question 87
মানবাধিকার দিবস পালিত হয় কবে?
Question 88
শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
Question 89
বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
Question 90
বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জমাত সাধারণত কোথায় হয়ে থাকে?
Question 91
বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত?
Question 92
দক্ষিণ তাপপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
Question 93
বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
Question 94
বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন–
Question 95
‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?
Question 96
মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে?
Question 97
চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে?
Question 98
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
Question 99
বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Question 100
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
Question 101
বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
Question 102
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
Question 103
বাংলাদেশ OIC-এর সদস্য হয় কোন সনে?
Question 104
কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত?
Question 105
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?
Question 106
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
Question 107
বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
Question 108
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
Question 109
SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
Question 110
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
Question 111
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
Question 112
‘মনপুরা-৭০’ কি?
Question 113
কোন আইন সংস্কার করে ‘র্যাব’ (Rapid Action Battalion) গঠন করা হয়?
Question 114
বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
Question 115
‘ইরাটম’ কি?
Question 116
গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
Question 117
বেসরকারি বিল কাকে বলে?
Question 118
বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের?
Question 119
প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
Question 120
বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
Question 121
নাসাউ কোন দেশটির রাজধানী?
Question 122
জাপানের পার্লামেন্টের নাম কি?
Question 123
শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
Question 124
আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
Question 125
গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
Question 126
ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন?
Question 127
ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
Question 128
গারুদা কোন দেশের বিমান সংস্থা?
Question 129
কোনটি ভারতের সেভেন সিস্টারস রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?
Question 130
ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত-এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধানগণ কোথায় মিলিত হন?
Question 131
United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়?
Question 132
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে নূন্যতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন?
Question 133
ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Question 134
ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
Question 135
পশ্চিম তিমুর-এর বর্তমান মর্যাদা কি?
Question 136
কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?
Question 137
TI-এর সদর দপ্তর কোথায়?
Question 138
২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?
Question 139
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
Question 140
সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
Question 141
কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
Question 142
লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
Question 143
গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?
Question 144
ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?
Question 145
ইউরো মুদ্রা কখন চালু হয়?
Question 146
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়ছে কোন সাল পর্যন্ত?
Question 147
আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
Question 148
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Question 149
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
Question 150
নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন (UN Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয়-
Question 151
যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন-
Question 152
যুক্তরাষ্ট্রের কোন স্টেট-এ নির্বাচকমণ্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি?
Question 153
শেনজেন চুক্তি হচ্ছে-
Question 154
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
Question 155
যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়?
Question 156
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
Question 157
যুক্তরাষ্টের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
Question 158
উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?
Question 159
বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হলো-
Question 160
IAEA- এর নির্বাহী প্রধান হলেন-
Question 161
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
Question 162
আকাশে বিজলী চমকায়-
Question 163
বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না, কারণ-
Question 164
সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-
Question 165
ম্যালিক এসিড-
Question 166
হাড় ও দাঁতকে মজবুত করে-
Question 167
নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের-
Question 168
শুষ্ক বরফ বলা হয়-
Question 169
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
Question 170
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
Question 171
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
Question 172
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে?
Question 173
Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
Question 174
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
Question 175
মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
Question 176
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. এ-
Question 177
কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
Question 178
জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-
Question 179
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Question 180
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
Question 181
১, ৩, ৬, ১০, ১৫, ২১ ……. ধারাটির দশম পদ–
Question 182
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-
Question 183
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
Question 184
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
Question 185
১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে-
Question 186
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
Question 187
কোন সংখ্যার \(\mathrm{১\over ২}\) অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির \(\mathrm{২\over ৩}\) অংশ হবে। সংখ্যাটি কত?
Question 188
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা–
Question 189
যদি \(\mathrm p\) একটি মৌলিক সংখ্যা হয় তবে \(\mathrm {\sqrt p}\)-
Question 190
\(\Big(\sqrt {3.} \sqrt 5\Big)^4\)- এর মান কত?
Question 191
ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি করতে পারবে-
Question 192
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
Question 193
দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭-
Question 194
\(\mathrm {x+y=8,x-y=6}\) হলে, \(\mathrm {x^2+y^2}\) এর মান –
Question 195
\(\mathrm {a+{1\over a}=\sqrt 3}\) হলে, \(\mathrm {a^2+{1\over a^2}}\) এর মান–
Question 196
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
Question 197
\(\sqrt 2 \over\sqrt6+2\) সমান-
Question 198
\(\mathrm {x^2-8x-8y+16+y^2}\)-এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
Question 199
\(\mathrm {x^2-y^2+2y-1}\) এর একটি উৎপাদক-
Question 200
১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য-