44th BCS (Preli) General 27 May 2022 Marks 200
Question 01
কোন দেশ থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়?
Question 02
কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
Question 03
কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশি রাষ্ট্র নয়?
Question 04
বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
Question 05
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
Question 06
কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
Question 07
গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
Question 08
নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
Question 09
World Economic Forum এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
Question 10
তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
Question 11
প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
Question 12
কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন?
Question 13
কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
Question 14
‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
Question 15
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
Question 16
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ (Concert for Bangladesh)’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Question 17
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
Question 18
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
Question 19
বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার (Perspective Plan) সময়সীমা কত?
Question 20
২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
Question 21
‘ইতরবিশেষ’ বলতে বোঝায়-
Question 22
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
Question 23
‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
Question 24
‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান।’ পঙ্ক্তিটির রচয়িতা-
Question 25
‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতার নাম-
Question 26
নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
Question 27
নিচের কোনটি যৌগিক বাক্য?
Question 28
ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয় এর দৃষ্টান্ত?
Question 29
‘অর্ধচন্দ্র’ কথাটির অর্থ-
Question 30
‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
Question 31
কোনটি ‘জিগীষা’র সম্প্রসারিত প্রকাশ?
Question 32
নিচের কোনটি তৎসম শব্দ?
Question 33
নিচের কোনটি বাংলা ‘ধাতু’র দৃষ্টান্ত?
Question 34
ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল-
Question 35
শুদ্ধ বানান কোনটি?
Question 36
নিচের কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়?
Question 37
‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’ এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?
Question 38
‘যথারীতি’ কোন সমাসের দৃষ্টান্ত?
Question 39
‘মৃত্তিকা দিয়ে তৈরি’ কথাটি সংকোচন করলে হবে-
Question 40
‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
Question 41
‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
Question 42
বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
Question 43
‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে।’ এই মনোবাঞ্ছাটি কার?
Question 44
নিচের কোন ব্যক্তি ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না?
Question 45
নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্যভাবনার ধারক?
Question 46
নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
Question 47
নিচের কোনটি উপন্যাস নয়?
Question 48
‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন?
Question 49
‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?
Question 50
‘ব্যক্ত প্রেম’ ও ‘গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Question 51
‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক?
Question 52
‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’ কার রচিত পঙ্ক্তি?
Question 53
‘খোকা’ ও ‘রঞ্জু’ মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র?
Question 54
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
Question 55
মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ একটি-
Question 56
‘By and large’ means-
Question 57
Francis Bacon is an illustrious-
Question 58
‘He could not win but learnt a lot’ Which part of speech is the word ‘but’?
Question 59
Select the appropriate preposition: ‘Are you doing’ anything special ____ the weekend?’
Question 60
What is the plural form of ‘sheep’?
Question 61
‘Sweet are the uses of adversity’ is quoted from shakespear’s-
Question 62
‘To get along with’ means-
Question 63
The synonym for ‘panoramic’ is-
Question 64
The antonym for ‘slothful’ is-
Question 65
Alexander Pope’s ‘Essay on Man’ is a-
Question 66
What is the verb form of the word ‘ability’?
Question 67
The word ‘equivocation’ refers to-
Question 68
“Life’s but a walking shadow, a poor player, That struts and frets his hour upon the stage, And then is heard no more.” These memorable lines in Shakespearen tragedy are spoken by-
Question 69
Which of the following words is spelt correctly?
Question 70
Find out the active form of the sentence: ‘By whom can our country be saved?’
Question 71
“All changed, changed utterly: A terrible beauty is born.” This extract is taken from W.B. Yeats poem titled-
Question 72
Identify the correct passive form: ‘Do not close the door.’
Question 73
The poetic drama ‘Murder in the Cathedral’ was written by-
Question 74
‘All for Love’ is a drama written by-
Question 75
\(\mathrm{\underline{Sitting \ happily}}\), the chicken laid eggs. The underlined part is a/an-
Question 76
Caliban is an important character from Shakespear’s-
Question 77
What kind of noun is ‘river’?
Question 78
‘Caesar and Cleopatra’ is-
Question 79
Identify the right tense: ‘My father ___ before I came’.
Question 80
Which of the following words is spelt incorrectly?
Question 81
Who wrote the picaresque novel titled ‘Tom Jones’?
Question 82
The story of ‘Moby Dick’ centres on-
Question 83
‘He prayeth best, who loveth best.’ Who said it?
Question 84
The controlling sentence of a paragraph is known as-
Question 85
Choose the correct comparative form of the sentence: ‘Very few boys are as industrious as Zaman.’
Question 86
Identify the appropriate preposition: Your opinion is identical ____ mine.
Question 87
‘Paradise Lost’ attempted to-
Question 88
“Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed!” The extract is taken from P.B. Shelley’s poem-
Question 89
Who wrote the short story ‘The Ant and the Grasshopper’?
Question 90
The Word ‘vital’ is a/an-
Question 91
\(\mathrm {2 log_{10}^ 5+log_{10}^{36}-log_{10}^ 9=?} \)
Question 92
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
Question 93
একটি ফাংশনে \(\mathrm {f∶R→R,f (x)=2x+1}\) দ্বারা সংজ্ঞায়িত হলে \(\mathrm {f^{-1} (2)}\) এর মান কত?
Question 94
\(\mathrm {ABC}\) ত্রিভুজে \(\mathrm {B}\) কোণের পরিমাণ \(\mathrm {৪৮}^{\circ}\) এবং \(\mathrm {AB=AC}\)। যদি \(\mathrm {E}\) এবং \(\mathrm {F AB}\) এবং \(\mathrm {AC}\) কে এমনভাবে ছেদ করে যেন \(\mathrm {EF∥BC}\) হয়, তাহলে \(\mathrm {∠A+∠AFE=?}\)
Question 95
যদি \(\mathrm {log_{10}^x=-1}\) হয়, তাহলে নিচের কোনটি \(\mathrm {x}\) এর মান?
Question 96
যদি \(\mathrm {-5,p,q,16}\) সমান্তর অনুক্রমে থাকে, তাহলে \(\mathrm {p}\) ও \(\mathrm {q}\) এর মান হবে যথাক্রমে-
Question 97
\(\mathrm {i^{-49}}\) এর মান কত?
Question 98
১৮ এর ৭২ এর গুণোত্তর গড় কোনটি?
Question 99
\(\mathrm {1-1+1-1+1-1+ .....n}\) সংখ্যক পদের যোগফল হবে-
Question 100
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোন \(\mathrm {১৬৮}^{\circ}\)। এর বাহুসংখ্যা কতগুলো হবে?
Question 101
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা \(\mathrm{x}\) সে.মি. হলে, \(\mathrm{x}\) এর মান কোনটি?
Question 102
যদি \( \sqrt [4] {\mathrm x^3}=2\) হয়, তাহলে \(\mathrm {x^\frac {3}{2}=?}\)
Question 103
\(\mathrm {P(A)=\frac {1}{3},P(B)= \frac {3}{4},A}\) ও \(\mathrm {B}\) স্বাধীন হলে, \(\mathrm {P(AUB)}\) এর মান কত?
Question 104
বাস্তব সংখ্যায় \(\mathrm {|3x+2|<7}\) অসমতাটির সমাধান :
Question 105
\(\mathrm {6a^2 bc}\) এবং \(\mathrm {4a^3 b^2 c^2}\) এর সংখ্যা সহগের গ.সা.গু. নিচের কোনটি?
Question 106
বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Question 107
কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
Question 108
নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
Question 109
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?
Question 110
কোনটি নবায়নযোগ্য সম্পদ?
Question 111
নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
Question 112
বাংলাদেশে ‘জি-কে’ প্রকল্প একটি-
Question 113
COP 26 এ COP মানে কী?
Question 114
বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
Question 115
ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
Question 116
সুপরিবাহী পদার্থে Valence Band এবং conduction band-
Question 117
ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে-
Question 118
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
Question 119
ফলিক এসিডের অন্য নাম কোনটি?
Question 120
যে কারণে শৈশব-অন্ধত্ব হতে পারে তা হলো-
Question 121
শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়-
Question 122
ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো-
Question 123
‘কেপলার-৪৫২বি’ কী?
Question 124
ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি-
Question 125
সাবানের আয়নিক গ্রুপ হলো-
Question 126
কোন জোড়াটি বেমানান?
Question 127
এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান-
Question 128
মকরক্রান্তি রেখা কোনটি?
Question 129
পরম শূন্য তাপমাত্রা কোনটি?
Question 130
আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
Question 131
নিচের কোনটি Structured Query Language নয়?
Question 132
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় Hostname কে IP Address এ অনুবাদ করে-
Question 133
নিচের কোন মডেলটি Cloud Computing সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?
Question 134
অ্যামাজন এর ক্লাউড প্লাটফর্ম কোনটি?
Question 135
নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ Computer System ব্যবহার করতে পারেন না এবং Computer System কে ব্যবহার-উপযোগী করতে অর্থ দাবি করা হয়?
Question 136
SCSI এর পূর্ণরূপ কী?
Question 137
নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?
Question 138
নিচের কোন Octal সংখ্যাটি Decimal সংখ্যা ৫৫ এর সমতুল্য?
Question 139
নিচের কোনটি System Software নয়?
Question 140
নিচের কোন Protocol টি ইন্টারনেট তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
Question 141
Piconet কী?
Question 142
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার করা হয়?
Question 143
যে কম্পিউটার প্রোগ্রাম নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয় তাকে ______ বলে।
Question 144
নিচের কোন প্রতিষ্ঠানটি 4G Standard প্রস্তুতকরণে সম্পৃক্ত?
Question 145
নিচের কোনটি Open-Source Software?
Question 146
বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
Question 147
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
Question 148
বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
Question 149
কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা’ নামে পরিচিত হয়ে ওঠে?
Question 150
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
Question 151
চীনদেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
Question 152
বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
Question 153
‘তমদ্দুন মজলিশ’ কে প্রতিষ্ঠা করেন?
Question 154
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি কে রচনা করেন?
Question 155
কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
Question 156
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা-
Question 157
নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন?
Question 158
বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
Question 159
বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
Question 160
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ জাতির পিতা কবে এই ঘোষণা দেন?
Question 161
বাংলাদেশে জুম চাষ কোথায় হয়?
Question 162
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
Question 163
‘ধর্মীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
Question 164
বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?
Question 165
বাংলাদেশের জিডিপি (GDP) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
Question 166
২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?
Question 167
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
Question 168
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?
Question 169
কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
Question 170
বাংলাদেশের সরকার পদ্ধতি-
Question 171
BSTI এর পূর্ণ অভিব্যক্তি কী?
Question 172
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়?
Question 173
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
Question 174
কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
Question 175
UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
Question 176
যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’ এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে-
Question 177
জাতীর শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-
Question 178
বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে-
Question 179
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
Question 180
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম-
Question 181
গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-
Question 182
সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ (Conflict of interest) এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে-
Question 183
রাষ্ট্র ও সমাজে দুর্নীতিপ্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী-
Question 184
প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে-
Question 185
সততার জন্য সদিচ্ছা’র কথা বলেছেন-
Question 186

Question 187
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P এর ছেলে হলো S এর ভাই। তাহলে Q হলো R এর–
Question 188
স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন-
Question 189
165135 যদি Peace হয়, তবে 1215225 হবে-
Question 190

Question 191

Question 192
২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
Question 193
৫, ৭, ১০, ১৪, ............. ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
Question 194
‘MEMORY’ শব্দটির আয়নার প্রতিবিম্ব কোনটি?
Question 195

Question 196
কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়?
Question 197
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
Question 198
যদি PLAY এর কোড ৮১২৩ এবং RHYME এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE এর কোড হবে-
Question 199
এই সিরিজটিতে পরের সংখ্যাটি কত? ৩ ৫ ৮ ১৩ ২১
Question 200
একটি দেয়ালঘড়িতে যখন ৩টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পূর্বদিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?