সফল যারা কেমন তাঁরা

আবু ছুমাইয়া

৪০তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

অধ্যবসায়, প্রার্থনা এবং কৌশলী প্রস্তুতি - বিসিএস জার্নিতে আত্মবিশ্বাস ধরে রাখার জন্য এর বিকল্প কম আছে বলেই মনে করি। মনে রাখতে হবে যে, কোনো না কোনোভাবেই আমরা প্রত্যেকেই একে অন্যের চেয়ে পজিটিভলি আলাদা। তাই নিজের যৌক্তিক শক্তিশালী দিকগুলো খুঁজে বের করে সেগুলোর পরিচর্যা এবং স্মার্ট উপস্থাপন আপনাকে সফলতার পথে এক ধাপ এগিয়ে রাখবে।

অধ্যবসায়, প্রার্থনা এবং কৌশলী প্রস্তুতি – বিসিএস জার্নিতে আত্মবিশ্বাস ধরে রাখার জন্য এর বিকল্প কম আছে বলেই মনে করি। মনে রাখতে হবে যে, কোনো না কোনোভাবেই আমরা প্রত্যেকেই একে অন্যের চেয়ে পজিটিভলি আলাদা। তাই নিজের যৌক্তিক শক্তিশালী দিকগুলো খুঁজে বের করে সেগুলোর পরিচর্যা এবং স্মার্ট উপস্থাপন আপনাকে সফলতার পথে এক ধাপ এগিয়ে রাখবে।

নিশাত তাসনিম

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

প্রার্থনা, পরিকল্পনা ও প্রস্তুতি; এই তিনের সমন্বয়-ই BCS-এ সফলতার মূলমন্ত্র।

আহরাব আল আকাশ

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য, ত্যাগ ও ভাগ্যের সমন্বয়ই হচ্ছে বিসিএস। তাই লক্ষ্য ঠিক রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা অবলম্বন করে নিয়মিত অনুশীলন ও পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করুন। প্রত্যাশা করি, সাফল্য আসবেই।