BUET প্রিলি এক্সক্লুসিভ মডেল টেস্ট ২০২০ কোর্সে ভর্তি চলছে….
লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: আগস্ট 09, 2021
প্রিয় BUET ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
করোনা মহামারীর ভয়াল প্রকোপে থমকে আছে সকলের স্বাভাবিক জীবন। এজন্য দীর্ঘদিন বন্ধ আছে সরাসরি শিক্ষা কার্যক্রমও। তাই কাঙ্ক্ষিত সকল পরীক্ষাই নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে গেছে। একারণে লেখাপড়া কিছুটা ব্যাঘাত ঘটলেও প্রস্তুতির জন্য তোমরা সময়ও বেশি পেয়েছো। কিন্তু করোনার প্রকোপ কমে যাওয়ার সাথে সাথে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। নতুন উদ্যমে শুরু হবে লেখাপড়া। দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে তোমাদের BUET ভর্তি পরীক্ষা। তাই তোমরা যারা বুয়েটে পড়ার স্বপ্ন লালন করে এই দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছ, তাদের এবার চূড়ান্ত প্রস্তুতির সাথে প্রস্তুতির মান যাচাই করার পালা। প্রস্তুতির মান যাচাই এর মাধ্যমে তোমরা নিজের অবস্থান নির্ণয় করতে পারবে। এর মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে তোমাদের।
তোমরা ইতিমধ্যে জেনেছো যে, BUET এবার তাদের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রিলি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক মেধা তালিকার ভিত্তিতে বাছাইকৃত শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাই স্বপ্ন ছোঁয়ার পথ হয়েছে আরও প্রতিযোগিতাপূর্ণ।
আর এজন্যই এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্বের প্রস্তুতির সাথে পরীক্ষার নতুন নিয়মের মেলবন্ধন করে সামগ্রিক প্রস্তুতির পালা এখন। এছাড়া শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য বুয়েট প্রাক-নির্বাচনী পরীক্ষার অনুরূপ প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজের আত্মবিশ্বাস আরও দৃঢ় করতে হবে এখনি। তাই তোমাদের জন্য উদ্ভাস-এর আয়োজন “BUET প্রিলি এক্সক্লুসিভ মডেল টেস্ট- ২০২০”। যেখানে তোমাদের প্রস্তুতি আরও শাণিত করার জন্য পরীক্ষার মান, সময় এবং প্রশ্নের ধরণ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে রয়েছে BUET প্রিলি স্পেশাল টিপস এন্ড ট্রিক্স ক্লাস, BUET প্রিলি পেপার ফাইনাল এক্সাম, BUET প্রিলি সাবজেক্ট ফাইনাল এক্সাম, কম্বাইন্ড পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, প্রশ্নব্যাংক এক্সাম, বুয়েট প্রশ্নব্যাংক এবং ফাইনাল সল্যুশন বুক। প্রত্যাশা করি, শেষ সময়ে বিশেষ প্রস্তুতির মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় করতে এই কোর্সটি তোমাদেরকে শতভাগ এগিয়ে রাখবে।
★কোর্স বিবরণী:
- পেপার ফাইনাল এক্সাম- ১২ সেট
- কম্বাইন্ড পেপার ফাইনাল- ০৪ সেট
- সাবজেক্ট ফাইনাল এক্সাম- ০৬ সেট
- প্রশ্নব্যাংক এক্সাম- ০২ সেট
- ফাইনাল মডেল টেস্ট- ১০টি
- টিপস এন্ড ট্রিক্স ক্লাস- ০৩টি
- ফাইনাল সল্যুশন বুক এক্সাম- ০১টি
- প্রোগ্রাম সমাপনী ক্লাস- ০১টি
- বুয়েট প্রশ্নব্যাংক
- ফাইনাল সল্যুশন বুক
★কোর্স ফি: ২০০০/- (দুই হাজার টাকা) [প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়!]
সংশোধিত রুটিন ডাউনলোড করোভর্তি হতে ক্লিক করো
★ অনলাইনে ক্লাস ও পরীক্ষা পদ্ধতি:
* Live Class অনুষ্ঠিত হবে Zoom App এর মাধ্যমে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে Zoom App Install করে রাখার জন্য অনুরোধ করা হল।
* Live Class & Exam দিতে udvash.com এই ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন ক্লাস ও পরীক্ষা’ মেন্যুতে ক্লিক করো। ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে উদ্ভাস এর “BUET প্রিলি এক্সক্লুসিভ মডেল টেস্ট- ২০২০” প্রোগ্রামে তোমার ভর্তিকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে Login করো।
*Daily Live Exam গুলো রুটিনে উল্লেখিত তারিখ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী উক্ত Live Exam-এ একবারই অংশগ্রহণ করতে পারবে। তবে অধিক অনুশীলনের জন্য শিক্ষার্থীরা একই সিলেবাসের Practice Exam এ একাধিকবার অংশগ্রহণ করতে পারবে ।