BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

SSC 2021 রিভিশন + মডেল টেস্ট (শর্ট সিলেবাস) ফিজিক্যালি/অনলাইন প্রোগ্রামে ভর্তি চলছে

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: সেপ্টেম্বর 07, 2021

প্রিয় SSC 2021 পরীক্ষার্থী বন্ধুরা,

ইতিমধ্যে ১২ সেপ্টেম্বর থেকে সকল স্কুল-কলেজ আবারও সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। এজন্য তোমাদের বোর্ড পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়েই অনুষ্ঠিত হবে। তাই বোর্ড পরীক্ষার পূর্বে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতকরণের জন্য উদ্ভাস-এ শুরু হতে যাচ্ছে “SSC 2021 রিভিশন + মডেল টেস্ট (শর্ট সিলেবাস)” প্রোগ্রাম। এই রিভিশন+মডেল টেস্ট এর উদ্দেশ্য হচ্ছে বোর্ড পরীক্ষার পূর্বে নির্ধারিত শর্ট সিলেবাস একাধিকবার রিভিশন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীকে সম্পূর্ণরূপে প্রস্তুতকরণ।

 

এই প্রোগ্রাম ফিজিক্যালি/অনলাইন দুই মাধ্যমেই অনুষ্ঠিত হবে। কোন শিক্ষার্থী যদি এই প্রোগ্রামের ফিজিক্যালি কোর্সে ভর্তি হয়, তবে সে ক্লাস-পরীক্ষা সশরীরে ব্রাঞ্চে গিয়ে দিবে এবং কোন শিক্ষার্থী যদি ফিজিক্যালি কোর্সের অনলাইন ব্যাচে ভর্তি হয়, তবে সে ক্লাসগুলো অনলাইনে আর পরীক্ষাগুলো ফিজিক্যালি ব্রাঞ্চে গিয়ে দিবে। আর কোন শিক্ষার্থী যদি এই প্রোগ্রামের অনলাইন কোর্সে ভর্তি হয়, তবে সে ক্লাস-পরীক্ষা অনলাইনে দিবে । প্রত্যাশা করি SSC 2021 পরীক্ষার্থীদের জন্য উক্ত প্রোগ্রাম শেষ মুহূর্তে সুদৃঢ় প্রস্তুতি নিশ্চিত করবে।

 

★রিভিশন + মডেল টেস্ট কেন প্রয়োজন?

  • একই সিলেবাস একাধিকবার রিভিশন
  • পড়ালেখার ধারাবাহিকতা নিশ্চিতকরণ
  • বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন
  • ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ
  • নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন
  • বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া
  • পরীক্ষাভীতি দূরীকরণ
  • সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন
  • পরীক্ষায় যথাযথ সময় বণ্টন
  • যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন
  • উত্তরপত্রের সাজসজ্জা ও পরিচ্ছন্নতা বৃদ্ধির দক্ষতা অর্জন
  • নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ
  • বোর্ড পরীক্ষার পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন

সংশোধিত রুটিন ডাউনলোড করো (বাংলা ভার্সন)

সংশোধিত রুটিন ডাউনলোড করো (ইংলিশ ভার্সন) 

প্রশ্নব্যাংক সল্যুশন ক্লাস রুটিন ডাউনলোড করো

ভর্তি হতে ক্লিক করো 

 

★কোর্স বিবরণী:

  • রিভিশন ক্লাস - ০৬টি
  • ডেইলি এক্সাম - ১২ সেট (MCQ)
  • অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট - ০৬টি
  • ফাইনাল সল্যুশন ক্লাস - ০৩টি
  • ফাইনাল মডেল টেস্ট - ০৩টি
  • প্রিন্টেড প্রশ্নব্যাংক - ০৩টি
  • প্রিন্টেড সল্যুশন বুক - ১২টি

শুরু: ০৭ অক্টোবর, ২০২১

★কোর্স ফি:

  • ফিজিক্যালি কোর্স: ৫০০০/- [প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ছাড়: ১০০০/-]
  • অনলাইন কোর্স: ৪০০০/- [প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ছাড়: ১০০০/-]

★ অনলাইনে ক্লাস ও পরীক্ষা পদ্ধতি:

* Live Class অনুষ্ঠিত হবে Zoom App এর মাধ্যমে। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে থেকেই নিজের মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে Zoom App Install করে রাখার জন্য অনুরোধ করা হল।

 

* Live Class & Exam দিতে udvash.com এই ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন ক্লাস ও পরীক্ষা’ মেন্যুতে ক্লিক করো। ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে উদ্ভাস এর “SSC 2021 রিভিশন + মডেল টেস্ট (শর্ট সিলেবাস)প্রোগ্রামে তোমার ভর্তিকৃত রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে Login করো।

 

*Daily Live Exam গুলো রুটিনে উল্লেখিত তারিখ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে একজন শিক্ষার্থী উক্ত Live Exam-এ একবারই অংশগ্রহণ করতে পারবে। তবে অধিক অনুশীলনের জন্য শিক্ষার্থীরা একই সিলেবাসের Practice Exam এ একাধিকবার অংশগ্রহণ করতে পারবে ।


< সকল পোষ্টে ফিরে চলুন