BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

উদ্ভাস-এর ‘JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৮’ কার্যক্রমে ভর্তি চলছে…

লেখক: উদ্ভাস | সঙ্কলনের দিন: সেপ্টেম্বর 26, 2018

JSC-এর বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে উদ্ভাস’- এর JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৮ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কেননা এর মাধ্যমে একজন শিক্ষার্থী বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। এ ছাড়া এর মাধ্যমে আরও বেশ কয়েকটি জায়গায় একজন শিক্ষার্থীর উপকৃত হওয়ার সুযোগ থাকে, যেমন; পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা, ভুলগুলো সনাক্ত করে বোর্ড পরীক্ষার আগেই তা শুধরে নিতে পারা, পরীক্ষাভীতি দূরীকরণ, সঠিক প্রশ্ন নির্বাচনের দক্ষতা অর্জন, যথাযথ সময় বণ্টন এবং নিজের প্রস্তুতির অবস্থা সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্জনের মাধ্যমে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন করতে সক্ষম হওয়া, ইত্যাদি। তাই, উদ্ভাস’-এর JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৮ হতে পারে তোমার JSC বোর্ড পরীক্ষার পূর্ণ প্রস্তুতির শ্রেষ্ঠ মাধ্যম।  

JSC ফাইনাল মডেল টেস্ট ২০১৮-তে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য যা থাকছে:

প্রস্তুতি পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য থাকছে; ১৪-০৯-২০১৮ থেকে ১২-১০-২০১৮ পর্যন্ত প্রতি শুক্রবার বিষয়ভিত্তিক স্পেশাল ক্লাস (সবার জন্য উন্মুক্ত)। এছাড়াও থাকছে CQ ও MCQ প্রশ্ন-সমাধানসহ বিষয়ভিত্তিক ৭টি প্রশ্নব্যাংক এবং অধ্যায়ভিত্তিক সল্যুশন বুক ১৯ টি। আর পূর্ণতা পর্বে থাকছে; ফাইনাল মডেল টেস্ট (বোর্ড অনুরূপ) ৭ টি + সল্যুশন বুক ৭ টি।

ভর্তি সংক্রান্ত তথ্য: ভর্তির সময় ১ কপি ছবি ও ফি এককালীন পরিশোধ করে ID Card সংগ্রহ করতে হবে।

ভর্তি ফি: প্রস্তুতি পর্ব- ২০০০/- এবং পূর্ণতা পর্ব- ১৫০০/-

উল্লেখ্য যে, ২টি পর্বে একত্রে ভর্তির ক্ষেত্রে ৫০০/- ছাড়!

দেশব্যাপী উদ্ভাস-এর সকল শাখায় ভর্তি এবং পরীক্ষা দেওয়া যাবে।


< সকল পোষ্টে ফিরে চলুন

মন্তব্য (০)