BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

৪৭তম BCS লিখিত মডেল টেস্ট প্যাকেজ

  • শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি
  • সাবজেক্ট টেস্ট: ১৬টি
  • ফাইনাল মডেল টেস্ট: ০৮টি
  • লিখিত পরীক্ষার মার্কিং গাইডলাইন
  • কোর্স শুরু: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

Coming Soon

Image

এই প্রোগ্রামের কোর্সসমূহ

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

বর্তমানে পিএসসি বিসিএস পরীক্ষার যে রোডম্যাপ দিয়েছে, তার ভিত্তিতে বলা যায় প্রিলি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য হাতে সময় একেবারেই সীমিত। আর লিখিত পরীক্ষার বিশাল সিলেবাস এই স্বল্প সময়ে কাভার করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই এখনই স্বপ্নপূরণে সফল হতে হলে লিখিত পরীক্ষার জন্য চূড়ান্তভাবে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই। আর এই শেষ সময়ে একজন BCS লিখিত পরীক্ষার্থীর চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করার কার্যকরী মাধ্যম হলো BCS পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে প্রতিটি বিষয়ে পৃথকভাবে পরীক্ষা দেওয়া এবং ফাইনাল মডেল টেস্ট দিয়ে নিজেদের যাচাই করা। মূলত এই লক্ষ্যেই ৪৭তম BCS লিখিত পরীক্ষার্থীদের জন্য উত্তরণ-এর আয়োজন—“৪৭তম BCS লিখিত Subject Test + Final Model Test” কোর্স।

 

এই কোর্সের মাধ্যমে পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের চূড়ান্ত গোছানো প্রস্তুতি নিশ্চিতে বিষয়ভিত্তিক পরীক্ষা দিতে পারবে। এর দ্বারা পরীক্ষার্থীরা বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন ভালোভাবে বুঝতে পারবে, সময় বণ্টনের পূর্ণ ধারণা পাবে এবং সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগাতে শিখবে। পাশাপাশি প্রতিটি উত্তরপত্র দুইজন বিসিএস ক্যাডার দ্বারা মূল্যায়ন করা হবে এবং ভুল-ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর কাছে ফেরত পাঠানো হবে, যাতে সে নিজেই নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে আরও মজবুত প্রস্তুতি নিতে পারে। সর্বোপরি ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষাভীতি দূর করে আত্মবিশ্বাসের সাথে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

 

তাহলে আর দেরি কেন? বিসিএস-এর স্বপ্নপূরণে আমন্ত্রণ রইলো ‘উত্তরণ’-এর আঙ্গিনায়। শুভকামনা নিরন্তর…

 

কোর্স শুরু: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কোর্স বিবরণী:

  • সাবজেক্ট টেস্ট: ১৬টি
  • ফাইনাল মডেল টেস্ট: ০৮টি
  • লিখিত পরীক্ষার মার্কিং গাইডলাইন

কোর্স ফি: সাবজেক্ট টেস্ট + ফাইনাল মডেল টেস্ট: ৫০০০/- (প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ৫০০/- ছাড়!)

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

BCS পরীক্ষার সবচেয়ে কঠিন ধাপ হলো লিখিত পরীক্ষা। এই ধাপেই প্রকৃত প্রতিযোগিতা শুরু হয় এবং ক্যাডার হওয়ার স্বপ্ন বাস্তব রূপ পায়। কিন্তু বাস্তবতা হলো, লিখিত পরীক্ষার জন্য হাতে সময় থাকে খুবই সীমিত, অথচ সিলেবাস বিশাল ও সময়সাপেক্ষ। তাই চূড়ান্ত প্রস্তুতিকে কার্যকর ও সুষম করতে হলে এখন থেকেই বিষয়ভিত্তিক অনুশীলনের বিকল্প নেই। আর এই ধারাবাহিক বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্যই উত্তরণ-এর আয়োজন— “৪৭তম BCS লিখিত Subject Test” কোর্স।

 

এই কোর্সে পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে তারা বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন গভীরভাবে বুঝতে পারবে, সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করবে এবং সঠিক প্রশ্ন নির্বাচনের কৌশল আয়ত্ত করতে পারবে। প্রতিটি উত্তরপত্র দুইজন বিসিএস ক্যাডার দ্বারা মূল্যায়ন করা হবে এবং ভুল-ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর কাছে ফেরত পাঠানো হবে, যাতে নিজস্ব দুর্বল দিকগুলো চিহ্নিত করে আরও শক্তিশালী প্রস্তুতি নেওয়া সম্ভব হয়। এভাবেই ধারাবাহিক পরীক্ষার মধ্য দিয়ে আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং মূল পরীক্ষায় অংশগ্রহণ সহজ ও স্বচ্ছন্দ হবে।

 

তাহলে আর দেরি কেন? BCS-এর স্বপ্নপূরণে আমন্ত্রণ রইলো উত্তরণ’-এর আঙ্গিনায়। শুভকামনা নিরন্তর…

 

কোর্স শুরু: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কোর্স বিবরণী:

  • সাবজেক্ট টেস্ট: ১৬টি
  • লিখিত পরীক্ষার মার্কিং গাইডলাইন

কোর্স ফি: সাবজেক্ট টেস্ট: ৩০০০/-

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

BCS লিখিত পরীক্ষার প্রস্তুতির শেষ ধাপ হলো চূড়ান্ত অনুশীলন। বাস্তব পরীক্ষার পরিবেশে অনুরূপ প্রশ্নপত্রের উপর পরীক্ষা না দিলে প্রস্তুতিটা পূর্ণতা পায় না। কারণ মূল পরীক্ষায় শুধু পড়া জানাই যথেষ্ট নয়—সময় ব্যবস্থাপনা, প্রশ্ন নির্বাচনের কৌশল, পরীক্ষার চাপ সামলানো—এসব কিছু আয়ত্ত করাই আসল চ্যালেঞ্জ। আর তাই লিখিত পরীক্ষার একেবারে শেষ সময়ে নিজেদের প্রস্তুতিকে যাচাই করার জন্য উত্তরণ-এর আয়োজন— “৪৭তম BCS লিখিত Final Model Test” কোর্স।

 

এই কোর্সে প্রতিটি পরীক্ষার্থীকে বিসিএস পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে ধারাবাহিকভাবে মডেল টেস্ট দেওয়া হবে। এর মাধ্যমে তারা পরীক্ষার ধরন, সময়, মান ও পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। প্রতিটি উত্তরপত্র দুইজন বিসিএস ক্যাডার দ্বারা মূল্যায়ন করা হবে এবং ভুল-ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর কাছে ফেরত পাঠানো হবে, যাতে মূল পরীক্ষার আগেই নিজের দুর্বল দিকগুলো পরিষ্কারভাবে চিহ্নিত করে সংশোধন করা যায়।

 

তাহলে আর দেরি কেন? BCS-এর স্বপ্নপূরণে আমন্ত্রণ রইলো ‘উত্তরণ’-এর আঙ্গিনায়। শুভকামনা নিরন্তর…

 

কোর্স শুরু: ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কোর্স বিবরণী:

  • ফাইনাল মডেল টেস্ট: ০৮টি
  • লিখিত পরীক্ষার মার্কিং গাইডলাইন

কোর্স ফি: ফাইনাল মডেল টেস্ট: ২৫০০/-

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ, 
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য এখন হাতে আর খুব বেশি সময় নেই। তাই প্রতিদিন নির্দিষ্ট রুটিনে ক্লাস করে ধাপে ধাপে প্রস্তুতি নেওয়ার মতো সুযোগ নেই বললেই চলে। এই পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে আর্কাইভ ক্লাস। কারণ এর মাধ্যমে বিসিএস প্রত্যাশীগণ নিজের সুবিধামতো সময়ে যেকোনো টপিক দেখে প্রস্তুতি নিতে পারবে; নির্দিষ্ট সময়ে ক্লাস হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। যখন যে টপিক প্রয়োজন, তখনই সেটি দেখে নিতে পারবে। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে বা ঘাটতি থাকলে সেই অংশটা পুনরায় দেখে বুঝতে পারবে—ফলে সময় নষ্ট না হয়ে কম সময়ে আরও কার্যকরভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। 

 

আর লক্ষ্যেই উত্তরণ এর আয়োজন- “৪৭তম BCS লিখিত আর্কাইভ ক্লাস”। এর মাধ্যমে যাদের আগে থেকেই লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া আছে, তারাও খুব সহজেই দ্রুত রিভিশন দিয়ে নিতে পারবে। অর্থাৎ, সময় কম হলেও এই কোর্সের মাধ্যমে প্রস্তুতিটা হবে গোছানো—যা মূল পরীক্ষার আগে আপনাদেরকে এগিয়ে রাখবে এক ধাপ।

তাহলে আর দেরি কেন? বিসিএস-এর স্বপ্নপূরণে আমন্ত্রণ রইলো ‘উত্তরণ’-এর আঙ্গিনায়। শুভকামনা নিরন্তর…

 

কোর্স ফি: ১০০০/-
কোর্স বিবরণী: 

  • আর্কাইভ ক্লাস: ৭০টি

Coming Soon