BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

৫১তম বিসিএস Pioneer Batch (প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি)

শুধু আলাদা করে প্রিলি প্রস্তুতি নিয়ে BCS ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করা এখন অনেক কঠিন। কারণ বিসিএস ক্যাডার পাওয়া মূলত নির্ভর করে লিখিত পরীক্ষার মার্কের উপর। সুতরাং, বর্তমান বাস্তবতায় বিসিএস-এ সাফল্যের মূলভিত্তি হলো প্রিলি-লিখিত সমন্বিত প্রস্তুতি। আর ঠিক এই লক্ষ্য পূরণেই প্রিলি-লিখিত পরীক্ষার সমন্বিত প্রস্তুতি নিশ্চিত করতে উত্তরণ এর আয়োজন “৫১তম বিসিএস Pioneer Batch”।

এই প্রোগ্রামের কোর্সসমূহ

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

আপনারা ইতোমধ্যেই জানেন, PSC বর্তমান রোডম্যাপ অনুযায়ী এক বছরেই একটি বিসিএসের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা প্ল্যান করেছে। যার স্পষ্ট প্রমাণ,  ৪৭তম ও ৫০তম বিসিএস। কারণ ৪৭তম BCS প্রিলির পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাত্র ২ মাসের ব্যবধানে। আর ৫০তম BCS এর সার্কুলার প্রকাশ থেকে প্রিলি পরীক্ষা পর্যন্ত মাত্র ৬৪ দিন এবং প্রিলি থেকে লিখিত পর্যন্ত মাত্র ৬৮ দিনের গ্যাপ রয়েছে। অর্থাৎ প্রতিটি ধাপে প্রস্তুতির জন্য আলাদা আলাদা দীর্ঘ সময় পাওয়ার সেই সুযোগ এখন আর নেই। তাই সহজেই বোঝা যায়, এখন থেকে শুধু আলাদা করে প্রিলি প্রস্তুতি নিয়ে BCS ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব। কারণ বিসিএস এ ক্যাডার পাওয়া মূলত নির্ভর করে লিখিত পরীক্ষার মার্কের উপর। সুতরাং, বর্তমান বাস্তবতায় বিসিএস-এ সাফল্যের মূলভিত্তি হলো প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি। আর ঠিক এই লক্ষ্য পূরণেই প্রিলি-লিখিত পরীক্ষার কম্বাইন্ড প্রস্তুতি নিশ্চিত করতে উত্তরণ এর আয়োজন "৫১তম বিসিএস Pioneer Batch"। যার মাধ্যমে প্রিলি ক্র্যাক করা যেমন সহজ হবে, তেমনি লিখিত প্রস্তুতিও হবে আরও মজবুত ও পরিকল্পিত।

 

BCS-এ এখন সাফল্যের ভিত্তি,

প্রিলি-রিটেন সমন্বিত প্রস্তুতি।

 

এখানে BCS প্রিলি ও লিখিত সিলেবাসকে সুসমন্বয়ের মাধ্যমে বিসিএস ক্যাডার দ্বারা লাইভ ক্লাসগুলো এমনভাবে নেওয়া হবে যাতে করে প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং একই সঙ্গে প্রিলি ও লিখিত উভয় পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়। আর এই কোর্সের পরীক্ষাগুলো হবে বিসিএস প্রিলি ও লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড। যেমন: ডেইলি ও উইকলি এক্সাম হবে প্রিলি স্ট্যান্ডার্ড, পাক্ষিক এক্সাম হবে লিখিত স্ট্যান্ডার্ড এবং কোর্সের সব ক্লাস শেষে সাবজেক্ট ফাইনাল ও ফাইনাল মডেল টেস্ট হবে প্রিলি স্ট্যান্ডার্ড।

 

এছাড়া লিখিত সিলেবাসের যে টপিকগুলো প্রিলি সিলেবাস থেকে সম্পূর্ণ আলাদা, সেগুলোর জন্য থাকবে 'লিখিত ইনটেন্সিভ ক্লাস' (রেকর্ডেড); যেন প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতিতেও কোনো গ্যাপ না থাকে। আর এই কোর্সে এখন ভর্তি হলেই স্টুডেন্ট আইডিতে যুক্ত হয়ে যাবে 'প্রিলি প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস', যার মাধ্যমে শুরু থেকেই প্রিভিয়াস বছরের প্রশ্নের উপর ভালো দখল তৈরি হবে। পাশাপাশি প্রস্তুতিকালীন বিষয়ভিত্তিক যেকোনো ডাউট সলভিংয়ের জন্য এই কোর্সে আরও থাকছে সার্বক্ষণিক Q&A সার্ভিস, যেন শিক্ষার্থী তার প্রস্তুতির প্রতিটি ধাপে যেকোনো সময় প্রয়োজনীয় সহায়তা পায়।

 

আমরা আশা করি, এভাবে ধারাবাহিক ও পরিকল্পিতভাবে প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি নিয়ে এগোতে পারলে বর্তমান প্রেক্ষাপটে বিসিএস স্বপ্নপূরণ আরও সহজ হবে।

 

➠ কোর্স বিবরণী:

  • সাবজেক্ট হ্যাকস ক্লাস (লাইভ): ৬টি
  • প্রিলি-লিখিত কম্বাইন্ড ক্লাস (লাইভ): ১৩০টি
  • প্রিলি প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস (রেকর্ডেড): ৩৬০টি
  • লিখিত ইনটেনসিভ ক্লাস (রেকর্ডেড): ১৫টি
  • প্রিলি ডেইলি এক্সাম (অনলাইন): ২৫০ সেট
  • প্রিলি উইকলি এক্সাম (অফলাইন + অনলাইন): ৮০ সেট
  • লিখিত পাক্ষিক এক্সাম (অনলাইন): ২২টি
  • প্রিলি সাবজেক্ট ফাইনাল (অফলাইন + অনলাইন): ১২ সেট
  • প্রিলি ফাইনাল মডেল টেস্ট (অফলাইন + অনলাইন): ১০ সেট
  • সার্বক্ষণিক Q&A সার্ভিস

 

➠ কোর্স শুরু: ০২ ফেব্রুয়ারি, ২০২৬

➠ কোর্স ফি:

  • ১৯০০০/- (উনিশ হাজার টাকা)
  • দুই কিস্তিতে পরিশোধ করা যাবে (৬০%+৪০%)
  • অফার ডিসকাউন্ট: ১০০০/- 
  • প্রিভিয়াস উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০০/- ছাড়!

 

✪ বি. দ্র. প্রয়োজনে কোর্সের ক্লাস এবং পরীক্ষা পরিবর্তন হতে পারে।

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

আপনারা ইতোমধ্যেই জানেন, PSC বর্তমান রোডম্যাপ অনুযায়ী এক বছরেই একটি বিসিএসের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা প্ল্যান করেছে। যার স্পষ্ট প্রমাণ,  ৪৭তম ও ৫০তম বিসিএস। কারণ ৪৭তম BCS প্রিলির পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাত্র ২ মাসের ব্যবধানে। আর ৫০তম BCS এর সার্কুলার প্রকাশ থেকে প্রিলি পরীক্ষা পর্যন্ত মাত্র ৬৪ দিন এবং প্রিলি থেকে লিখিত পর্যন্ত মাত্র ৬৮ দিনের গ্যাপ রয়েছে। অর্থাৎ প্রতিটি ধাপে প্রস্তুতির জন্য আলাদা আলাদা দীর্ঘ সময় পাওয়ার সেই সুযোগ এখন আর নেই। তাই সহজেই বোঝা যায়, এখন থেকে শুধু আলাদা করে প্রিলি প্রস্তুতি নিয়ে BCS ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব। কারণ বিসিএস এ ক্যাডার পাওয়া মূলত নির্ভর করে লিখিত পরীক্ষার মার্কের উপর। সুতরাং, বর্তমান বাস্তবতায় বিসিএস-এ সাফল্যের মূলভিত্তি হলো প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি। আর ঠিক এই লক্ষ্য পূরণেই প্রিলি-লিখিত পরীক্ষার কম্বাইন্ড প্রস্তুতি নিশ্চিত করতে উত্তরণ এর আয়োজন "৫১তম বিসিএস Pioneer Batch"। যার মাধ্যমে প্রিলি ক্র্যাক করা যেমন সহজ হবে, তেমনি লিখিত প্রস্তুতিও হবে আরও মজবুত ও পরিকল্পিত।

 

BCS-এ এখন সাফল্যের ভিত্তি,

প্রিলি-রিটেন সমন্বিত প্রস্তুতি।

 

এখানে BCS প্রিলি ও লিখিত সিলেবাসকে সুসমন্বয়ের মাধ্যমে বিসিএস ক্যাডার দ্বারা লাইভ ক্লাসগুলো এমনভাবে নেওয়া হবে যাতে করে প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং একই সঙ্গে প্রিলি ও লিখিত উভয় পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়। আর এই কোর্সের পরীক্ষাগুলো হবে বিসিএস প্রিলি ও লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড। যেমন: ডেইলি ও উইকলি এক্সাম হবে প্রিলি স্ট্যান্ডার্ড, পাক্ষিক এক্সাম হবে লিখিত স্ট্যান্ডার্ড এবং কোর্সের সব ক্লাস শেষে সাবজেক্ট ফাইনাল ও ফাইনাল মডেল টেস্ট হবে প্রিলি স্ট্যান্ডার্ড।

 

এছাড়া লিখিত সিলেবাসের যে টপিকগুলো প্রিলি সিলেবাস থেকে সম্পূর্ণ আলাদা, সেগুলোর জন্য থাকবে 'লিখিত ইনটেন্সিভ ক্লাস' (রেকর্ডেড); যেন প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতিতেও কোনো গ্যাপ না থাকে। আর এই কোর্সে এখন ভর্তি হলেই স্টুডেন্ট আইডিতে যুক্ত হয়ে যাবে 'প্রিলি প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস', যার মাধ্যমে শুরু থেকেই প্রিভিয়াস বছরের প্রশ্নের উপর ভালো দখল তৈরি হবে। পাশাপাশি প্রস্তুতিকালীন বিষয়ভিত্তিক যেকোনো ডাউট সলভিংয়ের জন্য এই কোর্সে আরও থাকছে সার্বক্ষণিক Q&A সার্ভিস, যেন শিক্ষার্থী তার প্রস্তুতির প্রতিটি ধাপে যেকোনো সময় প্রয়োজনীয় সহায়তা পায়।

 

আমরা আশা করি, এভাবে ধারাবাহিক ও পরিকল্পিতভাবে প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি নিয়ে এগোতে পারলে বর্তমান প্রেক্ষাপটে বিসিএস স্বপ্নপূরণ আরও সহজ হবে।

 

➠ কোর্স বিবরণী:

  • সাবজেক্ট হ্যাকস ক্লাস (লাইভ): ৬টি
  • প্রিলি-লিখিত কম্বাইন্ড ক্লাস (লাইভ): ১৩০টি
  • প্রিলি প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস (রেকর্ডেড): ৩৬০টি
  • লিখিত ইনটেনসিভ ক্লাস (রেকর্ডেড): ১৫টি
  • প্রিলি ডেইলি এক্সাম (অনলাইন): ২৫০ সেট
  • প্রিলি উইকলি এক্সাম (অনলাইন): ৪০ সেট
  • লিখিত পাক্ষিক এক্সাম (অনলাইন): ২২টি
  • প্রিলি সাবজেক্ট ফাইনাল (অনলাইন): ৬ সেট
  • প্রিলি ফাইনাল মডেল টেস্ট (অনলাইন): ৫ সেট
  • সার্বক্ষণিক Q&A সার্ভিস

 

➠ কোর্স শুরু: ০২ ফেব্রুয়ারি, ২০২৬

➠ কোর্স ফি:

  • ১৫০০০/- (পনেরো হাজার টাকা)
  • দুই কিস্তিতে পরিশোধ করা যাবে (৬০%+৪০%)
  • অফার ডিসকাউন্ট: ১০০০/- 
  • প্রিভিয়াস উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০০/- ছাড়!

 

✪ বি. দ্র. প্রয়োজনে কোর্সের ক্লাস এবং পরীক্ষা পরিবর্তন হতে পারে।

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

আপনারা ইতোমধ্যেই জেনেছেন, PSC এখন তাদের পরিকল্পনা অনুযায়ী এক বছরেই একটি বিসিএসের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার দিকে এগোচ্ছে। ৫০তম বিসিএসই তার স্পষ্ট প্রমাণ, যেখানে সার্কুলার প্রকাশ থেকে প্রিলি পর্যন্ত মাত্র ৬৪ দিন এবং প্রিলি থেকে লিখিত পর্যন্ত মাত্র ৬৮ দিন প্রস্তুতির জন্য সময় রয়েদছে। তাই সহজেই বোঝা যায়, শুধু আলাদা করে প্রিলি প্রস্তুতি নিয়ে BCS ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করা এখন অনেক কঠিন। কারণ বিসিএস ক্যাডার পাওয়া মূলত নির্ভর করে লিখিত পরীক্ষার মার্কের উপর। সুতরাং, বর্তমান বাস্তবতায় বিসিএস-এ সাফল্যের মূলভিত্তি হলো প্রিলি-লিখিত সমন্বিত প্রস্তুতি। আর ঠিক এই লক্ষ্য পূরণেই বিসিএস প্রস্তুতির সকল ক্লাসের মাধ্যমে প্রিলি-লিখিত পরীক্ষার সমন্বিত প্রস্তুতি নিশ্চিত করতে উত্তরণ এর আয়োজন “৫১তম বিসিএস Pioneer ক্লাস ব্যাচ (অনলাইন)”। যার মাধ্যমে প্রিলি ক্র্যাক করা যেমন সহজ হবে, তেমনি লিখিত প্রস্তুতিও হবে আরও মজবুত ও পরিকল্পিত।

 

BCS-এ এখন সাফল্যের ভিত্তি,

প্রিলি-রিটেন সমন্বিত প্রস্তুতি।

 

BCS প্রিলি ও লিখিত সিলেবাসকে সুসমন্বয় এর মাধ্যমে বিসিএস ক্যাডার দ্বারা লাইভ ক্লাসগুলো এমনভাবে নেওয়া হবে, যেন প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে প্রিলি ও লিখিত উভয় পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়। এছাড়া লিখিত সিলেবাসের যে টপিকগুলো প্রিলি সিলেবাস থেকে সম্পূর্ণ আলাদা সেসব টপিকের উপর থাকবে ‘লিখিত ইনটেন্সিভ ক্লাস’ (রেকর্ডেড)। আর এখন ভর্তি হলেই স্টুডেন্ট আইডিতে যুক্ত হয়ে যাবে ‘প্রিলি প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস’। যার মাধ্যমে এখন থেকেই একজন শিক্ষার্থী বিসিএস প্রিলির প্রিভিয়াস প্রশ্নের উপর ভালো দখল তৈরি করতে পারে। এছাড়াও প্রস্তুতিকালীন বিষয়ভিত্তিক যেকোনো ডাউট সলভিং এর জন্য এই কোর্সে আরও থাকছে সার্বক্ষণিক Q&A সার্ভিস।

 

আমরা আশা করি, এভাবে ধারাবাহিক ও পরিকল্পিতভাবে প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি নিয়ে এগোতে পারলে বর্তমান প্রেক্ষাপটে বিসিএস স্বপ্নপূরণ আরও সহজ হবে।

 

➠ কোর্স বিবরণী:

  • সাবজেক্ট হ্যাকস ক্লাস (লাইভ): ৬টি
  • প্রিলি-লিখিত কম্বাইন্ড ক্লাস (লাইভ): ১৩০টি
  • প্রিলি ডেইলি এক্সাম (অনলাইন): ২৫০ সেট
  • লিখিত ইনটেনসিভ ক্লাস (রেকর্ডেড): ১৫টি
  • প্রিলি প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস (রেকর্ডেড): ৩৬০টি
  • সার্বক্ষণিক Q&A সার্ভিস

 

➠ কোর্স শুরু: ০২ ফেব্রুয়ারি, ২০২৬

➠ কোর্স ফি:

  • ৯৫০০/- (নয় হাজার পাঁচশত টাকা)
  • প্রিভিয়াস উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৫০০/- ছাড়!

 

✪ বি. দ্র. প্রয়োজনে কোর্সের ক্লাস এবং পরীক্ষা পরিবর্তন হতে পারে।

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

আপনারা ইতোমধ্যেই জানেন, PSC বর্তমান রোডম্যাপ অনুযায়ী এক বছরেই একটি বিসিএসের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা প্ল্যান করেছে। যার স্পষ্ট প্রমাণ,  ৪৭তম ও ৫০তম বিসিএস। কারণ ৪৭তম BCS প্রিলির পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাত্র ২ মাসের ব্যবধানে। আর ৫০তম BCS এর সার্কুলার প্রকাশ থেকে প্রিলি পরীক্ষা পর্যন্ত মাত্র ৬৪ দিন এবং প্রিলি থেকে লিখিত পর্যন্ত মাত্র ৬৮ দিনের গ্যাপ রয়েছে। অর্থাৎ প্রতিটি ধাপে প্রস্তুতির জন্য আলাদা আলাদা দীর্ঘ সময় পাওয়ার সেই সুযোগ এখন আর নেই। তাই সহজেই বোঝা যায়, এখন থেকে শুধু আলাদা করে প্রিলি প্রস্তুতি নিয়ে BCS ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব। কারণ বিসিএস এ ক্যাডার পাওয়া মূলত নির্ভর করে লিখিত পরীক্ষার মার্কের উপর। সুতরাং, বর্তমান বাস্তবতায় বিসিএস-এ সাফল্যের মূলভিত্তি হলো প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি। আর ঠিক এই লক্ষ্য পূরণেই প্রিলি-লিখিত পরীক্ষার কম্বাইন্ড প্রস্তুতি নিশ্চিত করতে উত্তরণ এর আয়োজন “৫১তম বিসিএস Pioneer এক্সাম ব্যাচ (কম্বো)”। যার মাধ্যমে প্রিলি ক্র্যাক করা যেমন সহজ হবে, তেমনি লিখিত প্রস্তুতিও হবে আরও মজবুত ও পরিকল্পিত।

 

BCS-এ এখন সাফল্যের ভিত্তি,

প্রিলি-রিটেন সমন্বিত প্রস্তুতি।

 

BCS প্রিলি ও লিখিত সিলেবাসকে সুসমন্বয় এই কোর্সের পরীক্ষাগুলো হবে বিসিএস প্রিলি ও লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড। যেমন: ডেইলি ও উইকলি এক্সাম হবে প্রিলি স্ট্যান্ডার্ড, পাক্ষিক এক্সাম হবে লিখিত স্ট্যান্ডার্ড এবং কোর্সের সব ক্লাস শেষে সাবজেক্ট ফাইনাল ও ফাইনাল মডেল টেস্ট হবে প্রিলি স্ট্যান্ডার্ড। যার মাধ্যমে এখন থেকেই একজন শিক্ষার্থী বিসিএস প্রিলির প্রিভিয়াস প্রশ্নের উপর ভালো দখল তৈরি করতে পারে। এছাড়াও প্রস্তুতিকালীন বিষয়ভিত্তিক যেকোনো ডাউট সলভিং এর জন্য এই কোর্সে আরও থাকছে সার্বক্ষণিক Q&A সার্ভিস।

 

আমরা আশা করি, এভাবে ধারাবাহিক ও পরিকল্পিতভাবে প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি নিয়ে এগোতে পারলে বর্তমান প্রেক্ষাপটে বিসিএস স্বপ্নপূরণ আরও সহজ হবে।

 

➠ কোর্স বিবরণী:

  • প্রিলি ডেইলি এক্সাম (অনলাইন): ২৫০ সেট
  • প্রিলি উইকলি এক্সাম (অফলাইন+অনলাইন): ৮০ সেট
  • লিখিত পাক্ষিক এক্সাম (অনলাইন): ২২টি
  • প্রিলি সাবজেক্ট ফাইনাল (অফলাইন+অনলাইন): ১২ সেট
  • প্রিলি ফাইনাল মডেল টেস্ট (অফলাইন+অনলাইন): ১০ সেট
  • সার্বক্ষণিক Q&A সার্ভিস

 

➠ কোর্স শুরু: ০২ ফেব্রুয়ারি, ২০২৬

➠ কোর্স ফি:

  • ১০৫০০/- (দশ হাজার পাঁচশত টাকা)
  • প্রিভিয়াস উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৫০০/- ছাড়!

 

✪ বি. দ্র. প্রয়োজনে কোর্সের ক্লাস এবং পরীক্ষা পরিবর্তন হতে পারে।

সুপ্রিয় BCS ক্যাডার প্রত্যাশীগণ,

আপনারা ইতোমধ্যেই জানেন, PSC বর্তমান রোডম্যাপ অনুযায়ী এক বছরেই একটি বিসিএসের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা প্ল্যান করেছে। যার স্পষ্ট প্রমাণ,  ৪৭তম ও ৫০তম বিসিএস। কারণ ৪৭তম BCS প্রিলির পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মাত্র ২ মাসের ব্যবধানে। আর ৫০তম BCS এর সার্কুলার প্রকাশ থেকে প্রিলি পরীক্ষা পর্যন্ত মাত্র ৬৪ দিন এবং প্রিলি থেকে লিখিত পর্যন্ত মাত্র ৬৮ দিনের গ্যাপ রয়েছে। অর্থাৎ প্রতিটি ধাপে প্রস্তুতির জন্য আলাদা আলাদা দীর্ঘ সময় পাওয়ার সেই সুযোগ এখন আর নেই। তাই সহজেই বোঝা যায়, এখন থেকে শুধু আলাদা করে প্রিলি প্রস্তুতি নিয়ে BCS ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব। কারণ বিসিএস এ ক্যাডার পাওয়া মূলত নির্ভর করে লিখিত পরীক্ষার মার্কের উপর। সুতরাং, বর্তমান বাস্তবতায় বিসিএস-এ সাফল্যের মূলভিত্তি হলো প্রিলি-লিখিত কম্বাইন্ড প্রস্তুতি। আর ঠিক এই লক্ষ্য পূরণেই প্রিলি-লিখিত পরীক্ষার কম্বাইন্ড প্রস্তুতি নিশ্চিত করতে উত্তরণ এর আয়োজন “৫১তম বিসিএস Pioneer এক্সাম ব্যাচ (অনলাইন)”। যার মাধ্যমে প্রিলি ক্র্যাক করা যেমন সহজ হবে, তেমনি লিখিত প্রস্তুতিও হবে আরও মজবুত ও পরিকল্পিত।

 

BCS-এ এখন সাফল্যের ভিত্তি,

প্রিলি-রিটেন সমন্বিত প্রস্তুতি।

 

BCS প্রিলি ও লিখিত সিলেবাসকে সুসমন্বয় এই কোর্সের পরীক্ষাগুলো হবে বিসিএস প্রিলি ও লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড। যেমন: ডেইলি ও উইকলি এক্সাম হবে প্রিলি স্ট্যান্ডার্ড, পাক্ষিক এক্সাম হবে লিখিত স্ট্যান্ডার্ড এবং কোর্সের সব ক্লাস শেষে সাবজেক্ট ফাইনাল ও ফাইনাল মডেল টেস্ট হবে প্রিলি স্ট্যান্ডার্ড। যার মাধ্যমে এখন থেকেই একজন শিক্ষার্থী বিসিএস প্রিলির প্রিভিয়াস প্রশ্নের উপর ভালো দখল তৈরি করতে পারে। এছাড়াও প্রস্তুতিকালীন বিষয়ভিত্তিক যেকোনো ডাউট সলভিং এর জন্য এই কোর্সে আরও থাকছে সার্বক্ষণিক Q&A সার্ভিস।

 

আমরা আশা করি, এভাবে ধারাবাহিক ও পরিকল্পিতভাবে প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি নিয়ে এগোতে পারলে বর্তমান প্রেক্ষাপটে বিসিএস স্বপ্নপূরণ আরও সহজ হবে।

 

➠ কোর্স বিবরণী:

  • প্রিলি ডেইলি এক্সাম (অনলাইন): ২৫০ সেট
  • প্রিলি উইকলি এক্সাম (অনলাইন): ৪০ সেট
  • লিখিত পাক্ষিক এক্সাম (অনলাইন): ২২টি
  • প্রিলি সাবজেক্ট ফাইনাল (অনলাইন): ৬ সেট
  • প্রিলি ফাইনাল মডেল টেস্ট (অনলাইন): ৫ সেট
  • সার্বক্ষণিক Q&A সার্ভিস

 

➠ কোর্স শুরু: ০২ ফেব্রুয়ারি, ২০২৬

➠ কোর্স ফি:

  • ৬৫০০/- (ছয় হাজার পাঁচশত টাকা)
  • প্রিভিয়াস উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এর শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৫০০/- ছাড়!

 

✪ বি. দ্র. প্রয়োজনে কোর্সের ক্লাস এবং পরীক্ষা পরিবর্তন হতে পারে।