BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

23rd BCS

General 2001-03-23 Marks 100

Analysis Report

Selected Subject Total Marks -

Correct -

Incorrect -

Skipped -

Obtained Marks -

কোড : সুরমা

Question 1

কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

Question 2

প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

Question 3

ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?

Question 4

ফারেনহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?

Question 5

অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?

Question 6

টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?

Question 7

তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?

Question 8

পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

Question 9

মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?

Question 10

আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?

Question 11

জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে–

Question 12

প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?

Question 13

রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়–

Question 14

যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-

Question 15

বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে?

Question 16

লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ–

Question 17

পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ–

Question 18

কম্পিউটারে কোনটি নেই?

Question 19

‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?

Question 20

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র–

Question 21

মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র–

Question 22

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ–

Question 23

রেক্টিফাইড স্পিরিট হলো–

Question 24

তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয়?

Question 25

বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?

Question 26

বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?

Question 27

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?

Question 28

এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়-

Question 29

মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

Question 30

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?

Question 31

Food and Agricultural Organization- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Question 32

“The Asian Drama” গ্রন্থটির রচয়িতা কে?

Question 33

নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?

Question 34

IFC বলতে কি বোঝায়?

Question 35

Organization of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?

Question 36

বান্দুং কোথায় অবস্থিত?

Question 37

পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

Question 38

ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?

Question 39

‘No Fly Zone’ কোন দেশে অবস্থিত?

Question 40

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?

Question 41

ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে?

Question 42

কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?

Question 43

ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?

Question 44

ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

Question 45

বেলজিয়ামের মুদ্রার নাম কি?

Question 46

‘কোনটি চির শান্তির শহর’ নামে পরিচিত?

Question 47

বাবেল মান্দেব কোন ভাষার শব্দ?

Question 48

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?

Question 49

পিএলও কখন গঠিত হয়?

Question 50

নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

Question 51

৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A-এর ১৭ ভাগ, B-এর ৩ ভাগ এবং C-এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?

Question 52

একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

Question 53

একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

Question 54

২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?

Question 55

কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?

Question 56

১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ….. ধারাটির পরবর্তী সংখ্যা কত?

Question 57

\(\mathrm{১ \over২}\) এর শতকরা কত \(\mathrm{৩ \over৪}\) হবে?

Question 58

M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B সবগুলো সংখ্যার গড় কত?

Question 59

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

Question 60

কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

Question 61

চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

Question 62

‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছে-

Question 63

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?

Question 64

কখনো উপন্যাস লেখেননি-

Question 65

‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা–

Question 66

রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

Question 67

‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’-এ প্রার্থনাটি করেছে–

Question 68

‘হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ-

Question 69

নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-

Question 70

‘পেয়ারা’ কোনভাষা থেকে আগত শব্দ?

Question 71

সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-

Question 72

শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-

Question 73

‘প্রাতরাশ’- এর সন্ধি-

Question 74

যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-

Question 75

‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-

Question 76

নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?

Question 77

‘বামেতর’ শব্দটির অর্থ-

Question 78

প্রথম বাংলা ‘থিসরাস’ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-

Question 79

‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-

Question 80

যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-

Question 81

Complete the following sentence. If I had known you were coming–.

Question 82

Choose the correct option: Even as harvesting was going on –.

Question 83

Which phrase contains words opposed to each other in meaning?

Question 84

Find out the correct translation. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

Question 85

Maiden speech means –.

Question 86

A person whose ‘head’ is in the clouds is –.

Question 87

Identify the correct sentence-

Question 88

Choose the correct tense –

Question 89

A synonym for ‘resentment’ is –.

Question 90

The captain left the boat, because it –.

Question 91

One should be careful about ____ duty.

Question 92

Three fourths of the work ____ finished.

Question 93

We waited until the plane –.

Question 94

I spent ____ with the patient.

Question 95

Choose the correct sentence.

Question 96

Choose the right preposition for the sentence. She argued ____ me about the marriage.

Question 97

Choose the right preposition for the sentence. I count ____ your help

Question 98

Identify the correct passive form ____. Open the window.

Question 99

Choose the appropriate meaning of the idiom ‘swan song’?

Question 100

Complete the sentence –. Trees have ____ off their leaves.