BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

Loading...

Notice & Circular

নতুন করে শুরু হচ্ছে ৪৪তম বিসিএসের ভাইভা, তারিখ প্রকাশ

Notice
2024-12-03

৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন করে এই ভাইভা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশন এ সিদ্ধান্ত নেয়। ভাইভা শুরু হবে ২২ ডিসেম্বর থেকে।

পিএসসির এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। www.bpsc.gov.bd তে সুচি মিলবে।

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপর গত ২৫ আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরে ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে। আগের কমিশনের নেওয়া ৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়। এখন এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।
 
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
 
পরীক্ষার তারিখ ও সময়সূচি দেখতে ভিজিট করুন- https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/84c4e505_1005_402b_8a0c_bbc8a743545b/44th%20bcs%20viva%20schedule.pdf