Notice & Circular
৪৭তম বিসিএসের আবেদন শুরুর তারিখ জানাল পিএসসি। ২৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Notice
2024-12-12
৪৭তম বিসিএসের আবেদন শুরুর নতুন তারিখ জানাল সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এ বিসিএসের আবেদন। পিএসসির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
পিএসসি সূত্রে জানা যায়, ৪৭তম বিসিএসের আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ জানুয়ারি রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন শুরুর এক দিন আগে ৯ ডিসেম্বরে ৪৭তম বিসিএসে অনলাইনে আবেদন অনিবার্য কারণে স্থগিত করেছে পিএসসি।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
link- https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/b73cc4eb_a39e_4d19_befb_c8dce6dc0b92/CamScanner%2012-12-2024%2017.49%20(1).pdf
link- https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/b73cc4eb_a39e_4d19_befb_c8dce6dc0b92/CamScanner%2012-12-2024%2017.49%20(1).pdf