BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

Loading...

Notice & Circular

৪৩তম বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের পদায়ন

Notice
2025-01-12

৪৩তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে ২৬৭ জনকে নিয়োগ দিয়ে বিভাগীয় কমিশনারের অধীনে পদায়ন দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনে ২৬৭ জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসব কর্মকর্তাকে আগামী ১৫ জানুয়ারি বিভাগীয় কমিশনারের অধীনে চাকরিতে যোগ দিতে হবে। সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য তাঁদের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত ৩০ ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ জন প্রার্থী। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন মোট ২৬৭ জন।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে আবার তদন্ত হচ্ছে। ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবেন।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ডিসেম্বরে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।

২৬৭ জনের পদায়নের তালিকা দেখা যাবে এই লিংকে