BCS কঠিন নয়; প্রস্তুতি যদি গোছানো হয়।

Loading...

Notice & Circular

বিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ না দেওয়ার আইন করছে পিএসসি

Notice
2025-02-13
গেজেট থেকে যাতে বাদ দেওয়া না হয়, সে জন্য আইন সংশোধন করতে যাচ্ছে পিএসসি। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপে নিতে যাচ্ছে পিএসসি। পিএসসির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অতীত যাছাইয়ের জন্য একটি নতুন নিয়মের খসড়া প্রণয়ন করেছে। বর্তমানে এটি খসড়া পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো (শেয়ার) হবে। নতুন নিয়ম অনুমোদিত হলে প্রার্থীদের অতীত মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। এ ছাড়া যদি কোনো প্রার্থীর নাম মনগড়াভাবে বা যুক্তিসংগত কারণ ছাড়া সুপারিশের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে তার জন্য প্রয়োজনীয় রক্ষাকবচ খসড়া আইনে রাখা হয়েছে।এ আইনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী দলিল, যা তথ্য যাচাইয়ের নামে যেকোনো অন্যায্য কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে। আমরা এটি জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবের চেতনা সামনে রেখে প্রণয়ন করেছি। আমাদের লক্ষ্য পিএসসিকে একটি শিক্ষার্থী ও প্রার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।’ তিনি আরও বলেন, ‘এই আইন গৃহীত হলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের হয়রানি লাঘব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’