Notice & Circular
৪৮তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬
Notice
2025-09-11
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল রোববার রাতে এ ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসির এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪৬৯৫ (চার হাজার ছয় শ পঁচানব্বই) জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ (পাঁচ শ এগারো) জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
এদিকে গত শুক্রবার ৪৮ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। এই বিসিএস থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার।
পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
পিডিএফ লিংক দেখতে এখানে ক্লিক করুন।